Saturday, May 17, 2025

ওড়িশায় বিজেপি শাসিত রাজ্যে আদিবাসী তরুণীকে মানুষের মল খাইয়ে হেনস্থা!

Date:

ওড়িশায় বিজেপি শাসিত রাজ্যে নক্কারজনক ঘটনা।যা প্রকাশ্যে আসতেই, সেখানকার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে।আজকের সময়ে দাঁড়িয়ে জাতপাতের এই বর্বরোচিত ঘটনায় হতবাক গোটা দেশ।নিশ্চয়ই ভাবছেন ঠিক কী ঘটেছে? ওড়িশায় আদিবাসী তরুণীকে শুধু শারীরিকভাবে হেনস্থাই করা হয়নি, এরই পাশাপাশি জাত তুলে গালাগালি করা হয়েছে। এছাড়াও জোর করে মানুষের মল খাওয়ানোর চেষ্টার অভিযোগ উঠেছে উচ্চ বর্ণের একজনের বিরুদ্ধে। স্থানীয় থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ওই তরুণী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার সূত্রপাত গত ১৬ নভেম্বর। গ্রামের একটি পুকুরে স্নান করে বাড়ি ফিরছিলেন ২০ বছরের ওই তরুণী।সেই সময় তার পথ আটকে দাঁড়ান একই গ্রামের বাসিন্দা ‘উচ্চ বর্ণে’র অভয় বাঘ নামের এক ব্যক্তি।তিনি তরুণীকে জাত তুলে বেদম গালাগাল করেন।পুলিশের কাছে লিখিত অভিযোগে তরুণী জানিয়েছেন, অভয় তার বুকে মারেন। সেই আঘাতে তিনি মাটিতে পড়ে যান। তরুণীর বৃদ্ধা মা অভয়কে আটকানোর  চেষ্টা করেন। কিন্তু ওই যুবকের সঙ্গে পেরে ওঠেননি।এরপরই অভিযুক্ত ওই তরুণীর শ্বাসরোধ করার চেষ্টা করেন, একই সঙ্গে অকথ্য গালিগালাজ করতে থাকেন। আরও অভিযোগ, অভয় তার মুখে মানুষের মল মাখিয়ে দেন। এমনকী, জোর করে মল খাওয়ানোরও চেষ্টা করেন।

কিন্তু কেন এমন পরিস্থিতি তৈরি হল, তা নিয়েও প্রশ্ন উঠেছে।যে বিজেপি অন্য রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলে, তাদের শাসিত রাজ্যে প্রকাশ্যে এমন ঘটনা, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আইনশৃঙ্খলার তোয়াক্কা করে না কেউ। অভিযোগে তরুণী পুলিশকে জানিয়েছেন, ‘উঁচু জাতে’র এক ব্যক্তি তার চাষের জমিতে ট্রাক্টর ঢুকিয়ে দিয়েছিল।যার নিট ফল, প্রচুর শস্য নষ্ট হয়ে যায়। এর প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। তার বদলা নিতেই তাকে এভাবে হেনস্থা করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত অভয় গ্রাম থেকে পলাতক। তাকে গ্রেফতার করার জন্য চিরুনী তল্লাশি চালাচ্ছে পুলিশ।ইতিমধ্যে তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।দ্রুত অভিযুক্ত ধরা পড়বে বলে আশাবাদী পুলিশ।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

Related articles

বিক্ষোভে ক্ষুদে পড়ুয়াদের সামিল করলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা! নিন্দা সবমহলে

গল্প বলার আসর-এর নামে ক্ষুদে পড়ুয়াদের আন্দোলনে সামিল করলেন বিকাশ ভবনের সামনে অবস্থানরত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা (Teacher)। শনিবার, বিকাশ...

মাও-দমনে নিহত রোলো! জওয়ানদের নিরাপত্তা দিতে গিয়ে ২০০ মৌমাছির কামড়

ছত্তিশগড়ের মাওবাদী দমনে সম্প্রতি ব্যাপক সাফল্যের মুখ দেখেছে সিআরপিএফ (CRPF)। মাওবাদীদের পেতে রাখা আইইডি থেকে নিজেদের নিরাপদ রেখে...

সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা! রাজ্যে তৃণমূলের টানা দু’দিনের শহিদতর্পণ কর্মসূচি

নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে শনিবার দেশের সেনা জওয়ানদের প্রতি সম্মান এবং শহিদতর্পণ কর্মসূচিতে নামল তৃণমূল কংগ্রেস। কলকাতা-সহ...

ইট দিয়ে খুন! ১৪ বছর পর যাবজ্জীবন সাজা অভিযুক্তর 

১৪ বছর আগের খুনের মামলায় অবশেষে চন্দননগর আদালতের রায়ে দোষী সাব্যস্ত হলেন কাশিনাথ মণ্ডল। শনিবার ফাস্ট ট্র্যাক কোর্টের...
Exit mobile version