Friday, August 29, 2025

সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে ২২০০ কোটি ঘুষ!আদানির বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা 

Date:

গৌতম আদানির (Goutam Adani) বিরুদ্ধে এবার জারি গ্রেফতারি পরোয়ানা। নরেন্দ্র মোদি ঘনিষ্ঠ ধনকুবের ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের (Solar power project) বরাত পেতে ভারত সরকারের আধিকারিকদের ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২২০০ কোটি টাকারও বেশি) ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ। এরপরই গৌতম এবং তাঁর ভাইপো সাগর আদানির (Sagar Adani) বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আমেরিকা প্রশাসন।

হিন্ডেনবার্গ রিপোর্ট মামলা শেষ হতে না হতেই আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়ালো গৌতম আদানির। আগামী ২০ বছরের ২০০ কোটি ডলার লাভ করতে ভারত সরকারের সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে চেয়েছিল আদানি গোষ্ঠী। গৌতম, সাগর আদানি ছাড়াও অভিযুক্তদের তালিকায় আদানি গ্রিন এনার্জি লিমিটেডের সিইও বিনীত জৈন, রঞ্জিত গুপ্ত, রুপেশ আগরওয়াল, অস্ট্রেলিয়া ও ফ্রান্সের নাগরিক সিরিল ক্যাবানেস, সৌরভ আগরওয়াল এবং দীপক মালহোত্রা। অভিযোগ, সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে মরিয়া আদানি ভারত সরকারের আধিকারিকদের ঘুষ দিয়ে প্রভাবিত করার চেষ্টা করেছেন। সেই পরিমাণটা প্রায় ২২০০ কোটি টাকা। নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস (US Attorney’s Office for the Eastern District of New York) থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, শুধু সরকারি আধিকারিকদের ঘুষ দেওয়াই নয়, এর পাশাপাশি বিনিয়োগকারী ও ব্যাঙ্কের কাছে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে। যদিও গ্রেফতারি পরোয়ানা নিয়ে অভিযুক্তদের তরফে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version