জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাজ্যে প্রাকৃতিক সম্পদ চুরির বিরুদ্ধে পুলিশকে কড়া নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমার দরকার নেই এক পয়সাও। এদিন মমতা বলেন, চুরি হলে তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস আর চুরি করবে সিআইএসএফ টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকা খেয়ে, আমি এটাকে টলারেট করব না। যদি কোনও রাজনৈতিক দলের লোকও খায় তার কলার চেপে ধরো। তাকে আইনের প্যাঁচে ধরো। আইনত জেলে পাঠাও। এখানে কোনও অজুহাত আমি শুনতে চাই না।
তিনি আরও বলেন, কেউ কেউ ভাবে একে ধরি ওকে ধরি। মাথায় রেখো কেউ বাঁচাবে না, আমি তো অন্তত বাঁচাব না।মমতার দাবি, ‘আমার দরকার নেই এক পয়সাও। বার বার আমি বলি। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না কোনও সরকারের কাছ থেকে বা কারও কাছ থেকে আমি এক পয়সা নিয়েছি। কোনও কারণে। অন্য কেউ যদি নিয়ে থাকে তুমি ছাড়বে কেন? প্রত্যেকের জন্য আইন সমান ভাবে কার্যকর হওয়া উচিত। সেখানে কোনও বৈষম্য হওয়া উচিত নয়।
তিনি আরও বলেন, আমার বাবা-মা মারা যাওয়ার পর অনেকে স্ট্যাচু তৈরির কথা বলেছিল। আমি রাজি হইনি। আমি মনে করি, মানুষ কাজের মধ্যে দিয়ে বেঁচে থাকে। তাই কাজের মধ্যে থাকি সবসময়।তার জন্য কোনও কিছু তৈরি করার প্রয়োজন নেই।
