চাঞ্চল্যকর অভিযোগ উত্তর ২৪ পরগনা জেলার বিলকান্দা এরিয়া কমিটির সিপিআইএম নেতা অসীম সাহার বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার বিলকান্দা অঞ্চলে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ভারতের কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সঙ্গে যুক্ত থাকা এক মহিলার সঙ্গে বেশ কয়েক মাস ধরে অশালীন আচরণ করে চলছিলেন বলে অভিযোগ বিলকান্দা অঞ্চলের সিপিআইএম নেতা অসীম সাহার বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার বিলকান্দা অঞ্চলে সিপিএম মহিলা কর্মীর সঙ্গে বেশ কয়েক মাস ধরে অশালীন আচরণ করে চলেছেন বিলকান্দা অঞ্চলের সিপিআইএম নেতা অসীম সাহা। দীর্ঘদিন ধরে ওই মহিলাকে রাত্রিবেলা অশালীন মেসেজ করতেন তিনি। এমনকি পার্টির মিছিলে নিয়ে যাওয়ার নাম করে ক্যাফেতে গিয়েও তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছেন বলে অভিযোগ।

অবশেষে বাধ্য হয়ে পার্টির মহিলা কর্মী বিলকান্দা এরিয়া কমিটির সম্পাদকের কাছে লিখিত অভিযোগ জানান। অভিযোগ পত্র প্রত্যাহার করার জন্যও তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। গোটা ঘটনায় যথেষ্ট আতঙ্কিত ওই মহিলা কর্মী।
