Friday, August 29, 2025

R G Kar: আন্দোলনের মুখ এখন বিজ্ঞাপনের মডেল! বিতর্কের জবাবে কিঞ্জলের সাফাই “আমি অভিনেতাও”

Date:

অভয়ার বিচারের দাবিতে সরব হওয়া জুনিয়র ডক্টর ফ্রন্টের (WBJDF) অন্যতম মুখ কিঞ্জল নন্দ (Kinjal Nanda) এবার স্টিল প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপনের মুখ। মানুষকে উৎসবে না যেতে বলা আন্দোলনকারীদের নিজেদের জীবন বইছে স্বাভাবিক ছন্দে। যা দেখে অগ্নিশর্মা নেটিজেনদের একাংশ। এর জেরে স্যোশাল মিডিয়ায় প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। এবার সাফাই দিতে কিঞ্জলের বক্তব্য, “যাঁরা ধিক্কার জানাচ্ছেন তাঁরা ভুলে গিয়েছেন চিকিৎসকের পাশাপাশি আমি অভিনেতাও।“ এখানেই প্রশ্ন উঠছে, আপনারা যদি নিজেদের সব সত্ত্বা বজায় রাখতে পারেন, তাহলে বাংলার মানুষকে উৎসব পালন থেকে সরিয়ে রাখতে খেপিয়ে ছিলেন কেন!

আর জি কর কাণ্ডের (R G Kar) প্রতিবাদ-আন্দোলনের প্রথম থেকেই সামনে সারিতে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তাদের হয়ে গলা ফাটিয়েছেন কিঞ্জল নন্দ (Kinjal Nanda)। সিনেমা বিশেষ করে ওটিটি প্ল্যাটফর্মের পরিচিত মুখ কিঞ্জল। আন্দোলন নিয়ে কথা বলতে তাঁকেই বেশি দেখা গিয়েছে সংবাদ মাধ্যমের সামনে। আবার তার মধ্যেই নিজের ওয়েব সিরিজের প্রচারও করেছেন। সম্প্রতি এক স্টিল প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপনী মুখ হিসেবে দেখা গিয়েছে কিঞ্জল নন্দকে। বিজ্ঞাপন ভাইরাল হয়েছে দ্রুত। আর তার পরেই তীব্র আক্রমণের মুখে আর জি কর আন্দোলনের প্রতিবাদী চিকিৎসক। অভয়ার আবেগকে সামনে রেখে নিজেকে ‘ব্র্যান্ড’ হিসেবে তুলে ধরার অভিযোগও উঠেছে কিঞ্জলের বিরুদ্ধে। এমনকী, ‘মৌত কা সওদাগর’ বলে কটাক্ষ করেছেন অনেকে।

আরও খবর: আবাস-লক্ষ্মীর ভাণ্ডার-কৃষক বন্ধু, তিন অস্ত্রেই কেন্দ্রকে বঞ্চনার জবাব দিচ্ছে তৃণমূল

নিজের কাজের সপক্ষে কিঞ্জলে মন্তব্য, “যাঁরা আক্রমণ করছেন, তাঁরা ভুলে গিয়েছেন চিকিৎসকের পাশাপাশি একজন অভিনেতাও। সেইজন্যই আমাকে বিজ্ঞাপনের মুখ হিসেবে বেছে নেওয়া হয়েছে। তাঁদের যুক্তি যদি মেনে নিতে হয়, তাহলে কি অভিনয় করব না?” একই সঙ্গে কিঞ্জলের সংযোজন, “অভিনয় বা মডেলিং করছি মানে, মূল আন্দোলন থেকে সরে এসেছি তা নয়। যখন প্রতিবাদের দরকার হবে, আবার আমায় সেখানেই দেখবেন।”








Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version