Thursday, August 28, 2025

মিলল ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার প্রয়োগে শামিল হবেন আন্দামানের জারোয়ারাও

Date:

অবশেষে ভোটার তালিকায় উঠলো নাম। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের প্রাচীন জনগোষ্ঠী জারোয়া (Jarawa tribes in Anadan) অন্তর্ভুক্তরা এই প্রথমবার ভোটাধিকার পেলেন। ওয়াকিবহাল মহল বলছে গণতান্ত্রিক ভারতবর্ষে এ সত্যিই এক ঐতিহাসিক মুহূর্ত। প্রাথমিকভাবে ভোটার তালিকায় ১৯ জনের নাম উঠেছে। বাকি জারোয়া (Jarawa Community) প্রাপ্তবয়স্কদেরও ক্রমে ক্রমে এই তালিকায় সংযুক্ত করা হবে। দক্ষিণ আন্দামানের জেলা নির্বাচনী আধিকারিক অর্জুন শর্মা (Arjun Sharma) বৃহস্পতিবার ভোটার তালিকায় জারোয়াদের নাম নথিভুক্তকরণের প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন। এক্ষেত্রে এই জনজাতির গোপনীয়তা, ঐতিহ্য এবং স্বাতন্ত্র্যকে অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে প্রাধান্য দেওয়া হয়েছে।

আন্দামান ও নিকোবর প্রশাসনের মুখ্য সচিব কেশব চন্দ্র জানিয়েছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই পদক্ষেপ সত্যিই এক বড় প্রাপ্তি। সমস্ত ভারতীয় জনজাতির সদস্যদের গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ করে তোলার জন্য নতুন করেই এই প্রয়াস শুরু হয়েছে। তবে ক্ষেত্রে তাদের নিজস্ব সংস্কৃতি এবং জীবন যাপন যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় সেদিকটাও লক্ষ্য রাখা হয়েছে। আন্দামান আদিম জনজাতি বিকাশ সমিতি এবং জনজাতি উন্নয়ন দফতর জারোয়াদের ভোটাধিকার প্রদানের এই প্রক্রিয়াকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। ভোট প্রক্রিয়া থেকে শুরু করে গণতন্ত্রে এর প্রয়োজনীয়তার সম্পর্কে আদিবাসী এই জনজাতিকে বোঝানোর গুরুদায়িত্ব পালন করেছেন তারা। যে ১৯ জনের নাম উঠেছে তাঁরা ফর্ম-৬ পূরণ করে বুথ স্তরের আধিকারিকের কাছে জমা করেছিলেন বলে খবর। দ্রুত বাকিদের কাছেও এই সুযোগ মিলবে বলে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে।

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version