Saturday, January 10, 2026

দুর্দান্ত লড়াই: মেঘালয় উপনির্বাচনে দ্বিতীয় তৃণমূল, কুর্নিশ অভিষেকের

Date:

Share post:

উত্তর-পূর্বে মেঘালয়ের একটি মাত্র কেন্দ্রের উপনির্বাচনে নামমাত্র ভোটে দ্বিতীয় স্থানে তৃণমূল কংগ্রেস। বিজেপি প্রার্থী মেহতাব সি সাংমার থেকে মাত্র সাড়ে চার হাজার ভোটের ব্যবধানে পরাজিত সাধিয়ারানি সাংমা (Sadhiarani Sangma)। যেখানে কংগ্রেস রয়েছে তৃতীয় স্থানে। সাধিয়ার এই ফলাফলের পরেই তাঁকে অভিনন্দন জানালেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই সঙ্গে ধন্যবাদ জানালেন গামবেগ্রে (Gambegre) কেন্দ্রে ভোটারদেরও।

৬০ আসনের মেঘালয় বিধানসভায় ১০টি আসন বিরোধী I.N.D.I.A. জোটের। তার মধ্যে ৫ আসন তৃণমূল বিধায়কদের। বিধানসভার বিরোধী দলনেতা তৃণমূল বিধায়ক মুকুল সাংমা (Mukul Sangma)। তাঁর নেতৃত্বে গামবেগ্রে কেন্দ্রে লড়াই করেছিলেন সাধিয়ারানি সাংমা। ফলাফল প্রকাশের পরে অভিষেকের অভিনন্দন, “সমস্ত ধরনের প্রতিকূলতার বিরুদ্ধে মুকুল সাংমার অটল নেতৃত্ব ও চার্লস পাইনগ্রোপের অক্লান্ত পরিশ্রমে এক দুর্দান্ত লড়াই করতে পারা সাধিয়ারানি সাংমা (Sadhiarani Sangma) ও সমগ্র মেঘালয় (Meghalaya) তৃণমূলকে জানাই আমার হার্দিক অভিনন্দন।”

তবে শুধুমাত্র নেতৃস্থানীয় নয়, মেঘালয়ের তৃণমূলের সৈনিকদের অভিনন্দন জানাতে গিয়ে অভিষেক বলেন, “আমাদের মেঘালয় ইউনিটের সব তৃণমূল স্তরের কর্মীদের আমার কুর্নিশ এবং মেঘালয়ের (Meghalaya) হারানো গৌরব ফিরিয়ে আনতে তাঁদের অটুট নিষ্ঠারই পরিচয় পাওয়া গিয়েছে আবার। গামবেগ্রের (Gambegre) সাধারণ মানুষকে বিশেষ ধন্যবাদ তাঁদের ভালোবাসা ও সমর্থনের জন্য। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি এই সুন্দর রাজ্যের মানুষের পরিষেবায় কোনও পদক্ষেপ বাকি রাখবে না মেঘালয় তৃণমূল কংগ্রেস।”

spot_img

Related articles

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...