চলছে ২০২৫ আইপিএল-এর নিলাম, একনজরে কোন ক্রিকেটার কোন দলে গেলেন

গত কয়েক বছর ধরে রাজস্থান রয়্যালসে ছিলেন বাটলার।

আজ থেকে জেড্ডায় শুরু হয়েছে ২০২৫ আইপিএল-এর মেগা নিলাম। আগামিকাল ও চলবে এই নিলাম। আর নিলামের প্রথম দিনই দেখা যায় একাধিক চমক। এখনও পর্যন্ত আইপিএল-এ সবচেয়ে দামি ক্রিকেটার ঋষভ পন্থ। ২৭ কোটি টাকায় পন্থকে কেনে লখনৌ সুপার জায়ান্ট। ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় শ্রেয়স আইয়রকে কেনে পঞ্জাব কিংস। অপরদিকে ভেঙ্কটেশ আইয়রকে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় কেনে কলকাতা নাইট রাইডার্স।

চলুন একনজরে দেখে নেওয়া যাক কে কাকে কত টাকায় কিনল।

৯ কোটি ৭৫ লক্ষ টাকায় রবিচন্দ্রন অশ্বিনকে নিল চেন্নাই সুপার কিংস । ১৪ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালসে কে এল রাহুল। ১২ কোটি ২৫ লক্ষ টাকায় মহম্মদ সিরাজকে কিনল গুজরাত টাইটান্স। ১৮ কোটি টাকায় পঞ্জাব কিং-এ যুজবেন্দ্র চ্যাহাল । ৮ কোটি ৭৫ লক্ষ টাকায় লিয়াম লিভিংস্টোনকে কেনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গুজরাত টাইটান্সে ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় যান কাগিসো রাবাদা।

গত কয়েক বছর ধরে রাজস্থান রয়্যালসে ছিলেন বাটলার। এবার তাঁকে ছেড়ে দিয়েছে রাজস্থান। নিলামে ১৫ কোটি ৭৫ লক্ষ টাকায় তাঁকে কিনল গুজরাত টাইটান্স। আরশদীপ সিংকে ১৮ কোটি টাকায় কেনে পঞ্জাব। গতবার রেকর্ড অর্থে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় স্টার্ককে কিনেছিল কেকেআর। এ বার তাঁর দাম কমে হল ১১ কোটি ৭৫ লক্ষ টাকা। অস্ট্রেলিয়ার পেসারকে কেনে দিল্লি ক্যাপিটালস। মহম্মদ শামির জন্য ঝাঁপিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে শেষ বাজি মারে হায়দরাবাদ। ১০ কোটি টাকায় শামিকে কেনে সানরাইজার্স হায়দরাবাদ। গুজরাত টাইটান্সের প্রাক্তন ক্রিকেটার ডেভিড মিলারকে ৭ কোটি ৫০ লক্ষ টাকায় কেনে লখনউ সুপার জায়ান্টস। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্শকে ৩ কোটি ৪০ লক্ষ টাকায় কেনে লখনউ সুপার জায়ান্টস। আবার পঞ্জাবে ফিরলেন গ্লেন ম্যাক্সওয়েল। ৪ কোটি ২০ লক্ষ টাকায় তাঁকে কিনল প্রীতি জিন্টার দল। ৩ কোটি ৬০ লক্ষ টাকায় কেকেআরে কুইনটন ডিক’ক। ১১ কোটি ২৫ লক্ষ টাকায় হায়দরাবাদে ঈশান কিষাণ। ৩ কোটি ২০ লক্ষ টাকায় রাহুল চাহারকে কেনে হায়দরাবাদ। ১২ কোটি ৫০ লক্ষ টাকায় বোল্টকে কেনে মুম্বই ইন্ডিয়ান্স। ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালস কিনল টি নটরাজনকে। জোফ্রা আর্চারকে ১২ কোটি ৫০ লক্ষ টাকায় কেনে রাজস্থান রয়্যালস। ৬ কোটি ৫০ লক্ষ টাকায় আনরিচ নর্টযেকে কেনে নাইট রাইডার্স। ৯ কোটি ৭৫ লক্ষ টাকায় আবেশ খানকে কিনল লখনউ সুপার জায়ান্টস। ৯ কোটি ৫০ লক্ষ টাকায় প্রসিদ্ধ কৃষ্ণাকে কিনে নেয় গুজরাত।

কোনও দল কিনল না ভারতীয় ব্যাটার দেবদূত পাড্ডিকলকে। অবিক্রিত অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার।

আরও পড়ুন- পারথ টেস্টের মাঝেই সামনে এল বিরাট পুত্র অকায় , ভাইরাল সোশ্যাল মিডিয়ায়