পেট্রল‌-ডিজেলের দাম অপরিবর্তিত, রান্নার গ্যাসেও হেরফের নেই

আমাদের  জীবনযাপনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে জ্বালানি। তাই রোজকার প্রয়োজনে  পেট্রল- ডিজেল এবং রান্নার গ্যাসের দামে নজর রাখতেই হয়। আজ কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি ১০৪.৯৫ টাকা, গতকালের তুলনায় পেট্রলের দাম পরিবর্তিত হয়েছে ০.০০ শতাংশ। অন্য দিকে, আজ ডিজেলের দাম প্রতি লিটারে ৯১.৭৬ টাকা। ডিজেলের দামের পরিবর্তন হয়েছে ০.০০ শতাংশ। পাশাপাশি এ দিন কলকাতায় ১৪.২ কিলো রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৮২৯ টাকা।

রবিবার
• পেট্রল
১ লিটার
₹১০৪.৯৫
০.০০
• ডিজেল
১ লিটার
₹৯১.৭৬
০.০০
• রান্নার গ্যাস
১৪.২ কেজি
₹৮২৯
০.০০

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.