দলের সঙ্গে যোগ দিতে অস্ট্রেলিয়া উড়ে গেলেন রোহিত

৬ ডিসেম্বর থেকে শুরু দ্বিতীয় টেস্ট। মনে করা হচ্ছে অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে থেকে মাঠে নামবেন রোহিত।

অস্ট্রেলিয়ার উদ্দেসে রওনা দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সূত্রের খবর, শনিবার রাতে পারথের বিমান ধরেছেন তিনি। দ্বিতীয় সন্তান হওয়ায়, প্রথম টেস্ট না খেলার সিদ্ধান্ত নেন রোহিত। পারথে প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দিচ্ছেন যশপ্রীত বুমরাহ। মনে করা হচ্ছে দ্বিতীয় টেস্ট থেকে মাঠে নামবেন তিনি। জানা যাচ্ছে, রবিবারই দলের সঙ্গে পারথে যোগ দেবেন রোহিত।

৬ ডিসেম্বর থেকে শুরু দ্বিতীয় টেস্ট। মনে করা হচ্ছে অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে থেকে মাঠে নামবেন রোহিত। সূত্রের খবর, অস্ট্রেলিয়ার বিমান ধরার জন্য শনিবার রাত ১১টা নাগাদ তিনি মুম্বই বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে রোহিতকে বিদায় জানাতে এসেছিলেন স্ত্রী রীতিকা সাজদে। তাঁদের সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

গত ১৫ নভেম্বর রীতিকা পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। ২০১৫ সালে রীতিকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রোহিত। ২০১৮ সালে প্রথম বার বাবা হয়েছিলেন রোহিত। সামাইরার জন্ম দিয়েছিলেন স্ত্রী রীতিকা। ২০২৪ সালে দ্বিতীয় বার বাবা হলেন রোহিত। দ্বিতীয় বার স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানাননি তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে শুরু থেকে থাকবেন না বলে জানিয়েছিলেন। তার পরেই জানা যায়, রোহিত দ্বিতীয় বার বাবা হতে চলেছেন হিটম্যান।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস