উল্টোডাঙায় রেললাইনের পাশের বস্তিতে আগুন। ঘটনাস্থলে পৌঁছে লড়াই করছে দমকলের ছ’টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। দমকলমন্ত্রী সুজিত বসুও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার ভোর সাড়ে ৫টা নাগাদ ঝুপড়িতে আচমকা আগুন লেগে যায়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। কী থেকে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। আগুনে বেশ কয়েকটি ঝুপড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে।
দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, ‘সকালে আমরা খবর পাওয়ার পরেই দমকলের গাড়ি চলে এসেছিল। তার আগে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেছিলেন। তারা সহযোগিতা করেছেন। বিধায়ক সুপ্তি পাণ্ডেও এসেছেন। আগুন আপাতত নিয়ন্ত্রণে চলে এসেছে। কিন্তু অনেক বড় বস্তি। আগুন আরও ছড়িয়ে পড়তে পারত, কিন্তু দমকলকর্মীদের তৎপরতায় বড় ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে।