ফের মর্মান্তিক মৃত্যু। এবার নিউ ব্যারাকপুর। নবম শ্রেণির ছাত্রীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য। জানা গিয়েছে ,বছর চোদ্দোর ওই নাবালিকা সকালে ফ্ল্যাটের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। এই ঘটনার আগের রাতে মায়ের সঙ্গে ঝগড়া হয়েছিল নাবালিকার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, রবিবার রাতে মায়ের সঙ্গে কোনও একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় নাবালিকার। মায়ের বকা খেয়ে চুপ করে নিজের ঘরে চলে গিয়েছিল বছর চোদ্দর মেয়েটি।