Saturday, January 10, 2026

সৃজিতের ক্যানভাসে ব্রাত্যর গল্পে দেবেশের নাটক এবার বড় পর্দায়, আশাবাদী টলিউড

Date:

Share post:

নাটক থেকে সিনেমার রূপান্তর টলিউডের (Tollywood) চেনা ছবি। চলতি বছরেই উইলিয়াম শেক্সপিয়রের নানা সৃষ্টি নিয়ে এক্সপেরিমেন্ট হয়েছে। এবার ব্রাত্য বসুর (Bratya Basu) নাটক নিয়ে নিজের সৃজনশীল ভাবনার পরিচয় দিতে চলেছেন জাতীয় পুরস্কার প্রাপ্য পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। ব্রাত্য বসুর লেখা ‘উইঙ্কল টুইঙ্কল’-এর পোস্টার প্রকাশ্যে। কী বলছেন নাট্যকার? তাঁর কলমের বার্তা বড়পর্দায় পৌছে দিতে পারবেন ‘টেক্কা’ পরিচালক? আশাবাদী শিক্ষামন্ত্রী।

নাটকটি মঞ্চস্থ হয়েছিল ২০০২ সালে। পরিচালনায় আরেক নাট্য ব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায় (Debesh Chatterjee)। জনপ্রিয় নাটকটিতে ১৯৭৬ সালে রাজনৈতিক বন্দি সব্যসাচী নামে এক চরিত্রের কথা আসে। ব্রাত্য বলছেন, “মঞ্চের কথা ভেবেই এই নাটক লেখা হয়েছে। কিন্তু সৃজিতের উপরে আমার ভরসা আছে। ও নিজের প্রতিভাগুণে ‘উইঙ্কল টুইঙ্কল’কে স্বকীয় চলচ্চিত্র ভাষা দিতে পারবে।’’ নাট্যকার – অভিনেতা দেবেশও (Debesh Chatterjee) ‘দশম অবতার’ পরিচালকের প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন। তাঁর মতে, সারা পৃথিবী জুড়েই নাটক থেকে সিনেমা এবং বিভিন্ন ধরনের কাজ হয়েছে। শিল্পের বিকাশের জন্য এটা গুরুত্বপূর্ণ। সোমবার নির্মাতারা ছবিটির পোস্টার প্রকাশ করেছেন। ইন্ডাস্ট্রির গুঞ্জন, ছবিতে দুই মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)এবং পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। পোস্টারে অবশ্য অভিনেতাদের মুখ প্রকাশ্যে আসেনি। তবে লেনিনের মূর্তি, কাস্তে, হাতুড়ি, তারা চিহ্ন দেখা গেছে। নির্মাতারা এর মধ্যে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজনীতি খুঁজতে নারাজ। জানুয়ারি থেকে শুরু শুটিং। টলিউড বলছে আরও এক মাস্টারপিস তৈরি করতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়।

spot_img

Related articles

দলের নির্দেশে কোচবিহার পুরসভার চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন রবীন্দ্রনাথ ঘোষ

তৃণমূল কংগ্রেসের নির্দেশে কোচবিহার পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন রবীন্দ্রনাথ ঘোষ। তিনি জানান, "অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন...

চিন-রাশিয়াকে প্রতিবেশী হিসেবে চান না! গ্রিনল্যান্ড দখলের হুঁশিয়ারি ট্রাম্পের

রাশিয়া, চিনকে গ্রিনল্যান্ড দখল করার সুযোগ দেওয়া যাবে না। আর সেই কারণে তড়িঘড়ি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড...

IND vs NZ ODI: দলে ফিরছেন শ্রেয়স, পরীক্ষা গিলের, জানুন ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

রবিবার নতুন বছরে প্রথম ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল(India Team)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনে সিরিজ দিয়েই ২০২৬ সালের অভিযান...

মে মাস পর্যন্ত রেড নয়! ১২ বছরে উড়ান দিতে না পারা বিজেপির সভাপতির বার্তা

আদতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি ও নির্বাচন কমিশনের সহযোগিতা ছাড়া যে বিজেপি বাংলায় ভোটার খুঁজে পাবে না, স্পষ্ট হয়ে...