Friday, August 22, 2025

সৃজিতের ক্যানভাসে ব্রাত্যর গল্পে দেবেশের নাটক এবার বড় পর্দায়, আশাবাদী টলিউড

Date:

Share post:

নাটক থেকে সিনেমার রূপান্তর টলিউডের (Tollywood) চেনা ছবি। চলতি বছরেই উইলিয়াম শেক্সপিয়রের নানা সৃষ্টি নিয়ে এক্সপেরিমেন্ট হয়েছে। এবার ব্রাত্য বসুর (Bratya Basu) নাটক নিয়ে নিজের সৃজনশীল ভাবনার পরিচয় দিতে চলেছেন জাতীয় পুরস্কার প্রাপ্য পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। ব্রাত্য বসুর লেখা ‘উইঙ্কল টুইঙ্কল’-এর পোস্টার প্রকাশ্যে। কী বলছেন নাট্যকার? তাঁর কলমের বার্তা বড়পর্দায় পৌছে দিতে পারবেন ‘টেক্কা’ পরিচালক? আশাবাদী শিক্ষামন্ত্রী।

নাটকটি মঞ্চস্থ হয়েছিল ২০০২ সালে। পরিচালনায় আরেক নাট্য ব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায় (Debesh Chatterjee)। জনপ্রিয় নাটকটিতে ১৯৭৬ সালে রাজনৈতিক বন্দি সব্যসাচী নামে এক চরিত্রের কথা আসে। ব্রাত্য বলছেন, “মঞ্চের কথা ভেবেই এই নাটক লেখা হয়েছে। কিন্তু সৃজিতের উপরে আমার ভরসা আছে। ও নিজের প্রতিভাগুণে ‘উইঙ্কল টুইঙ্কল’কে স্বকীয় চলচ্চিত্র ভাষা দিতে পারবে।’’ নাট্যকার – অভিনেতা দেবেশও (Debesh Chatterjee) ‘দশম অবতার’ পরিচালকের প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন। তাঁর মতে, সারা পৃথিবী জুড়েই নাটক থেকে সিনেমা এবং বিভিন্ন ধরনের কাজ হয়েছে। শিল্পের বিকাশের জন্য এটা গুরুত্বপূর্ণ। সোমবার নির্মাতারা ছবিটির পোস্টার প্রকাশ করেছেন। ইন্ডাস্ট্রির গুঞ্জন, ছবিতে দুই মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)এবং পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। পোস্টারে অবশ্য অভিনেতাদের মুখ প্রকাশ্যে আসেনি। তবে লেনিনের মূর্তি, কাস্তে, হাতুড়ি, তারা চিহ্ন দেখা গেছে। নির্মাতারা এর মধ্যে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজনীতি খুঁজতে নারাজ। জানুয়ারি থেকে শুরু শুটিং। টলিউড বলছে আরও এক মাস্টারপিস তৈরি করতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়।

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...