Sunday, December 21, 2025

সৃজিতের ক্যানভাসে ব্রাত্যর গল্পে দেবেশের নাটক এবার বড় পর্দায়, আশাবাদী টলিউড

Date:

Share post:

নাটক থেকে সিনেমার রূপান্তর টলিউডের (Tollywood) চেনা ছবি। চলতি বছরেই উইলিয়াম শেক্সপিয়রের নানা সৃষ্টি নিয়ে এক্সপেরিমেন্ট হয়েছে। এবার ব্রাত্য বসুর (Bratya Basu) নাটক নিয়ে নিজের সৃজনশীল ভাবনার পরিচয় দিতে চলেছেন জাতীয় পুরস্কার প্রাপ্য পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। ব্রাত্য বসুর লেখা ‘উইঙ্কল টুইঙ্কল’-এর পোস্টার প্রকাশ্যে। কী বলছেন নাট্যকার? তাঁর কলমের বার্তা বড়পর্দায় পৌছে দিতে পারবেন ‘টেক্কা’ পরিচালক? আশাবাদী শিক্ষামন্ত্রী।

নাটকটি মঞ্চস্থ হয়েছিল ২০০২ সালে। পরিচালনায় আরেক নাট্য ব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায় (Debesh Chatterjee)। জনপ্রিয় নাটকটিতে ১৯৭৬ সালে রাজনৈতিক বন্দি সব্যসাচী নামে এক চরিত্রের কথা আসে। ব্রাত্য বলছেন, “মঞ্চের কথা ভেবেই এই নাটক লেখা হয়েছে। কিন্তু সৃজিতের উপরে আমার ভরসা আছে। ও নিজের প্রতিভাগুণে ‘উইঙ্কল টুইঙ্কল’কে স্বকীয় চলচ্চিত্র ভাষা দিতে পারবে।’’ নাট্যকার – অভিনেতা দেবেশও (Debesh Chatterjee) ‘দশম অবতার’ পরিচালকের প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন। তাঁর মতে, সারা পৃথিবী জুড়েই নাটক থেকে সিনেমা এবং বিভিন্ন ধরনের কাজ হয়েছে। শিল্পের বিকাশের জন্য এটা গুরুত্বপূর্ণ। সোমবার নির্মাতারা ছবিটির পোস্টার প্রকাশ করেছেন। ইন্ডাস্ট্রির গুঞ্জন, ছবিতে দুই মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)এবং পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। পোস্টারে অবশ্য অভিনেতাদের মুখ প্রকাশ্যে আসেনি। তবে লেনিনের মূর্তি, কাস্তে, হাতুড়ি, তারা চিহ্ন দেখা গেছে। নির্মাতারা এর মধ্যে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজনীতি খুঁজতে নারাজ। জানুয়ারি থেকে শুরু শুটিং। টলিউড বলছে আরও এক মাস্টারপিস তৈরি করতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়।

spot_img

Related articles

সশস্ত্র পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে উদ্যোগ, বরাদ্দ ৮.৮২ কোটি 

পশ্চিমবঙ্গ সরকার সশস্ত্র পুলিশ বাহিনীর পরিকাঠামো উন্নত করতে নতুন যানকেন্দ্রিক প্রকল্প হাতে নিয়েছে। ব্যারাকপুরে ডেপুটি ইনস্পেক্টর জেনারেলের দফতর...

বিজেপি রাজ্যে পুলিশের করুণ অবস্থা! ফিল্মি কায়দায় পালিয়ে গেল অপরাধী 

মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদের কাছে পুলিশি ব্যর্থতার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, এক তরুণ পুলিশের গাড়ি...

পরিবারে জঙ্গি-যোগের অভিযোগ: কাশ্মীরে শ্রমিকদের জীবিকা কেড়ে নেওয়ার ফতোয়া

জম্মু ও কাশ্মীরের নাগরিকদের সন্ত্রাসবাদের পথ থেকে সরিয়ে আনতে কেন্দ্রের বিজেপি সরকার যে কোনও উদ্যোগ নেয়নি, পহেলগাম হামলার...

CINEKIND: না-মানুষদের নিয়ে তৈরি চলচ্চিত্রকে সম্মান, অনন্য সন্ধ্যার সাক্ষী কলকাতা

এই প্রথম না-মানুষদের প্রতি সহানুভূতি ও ভালবাসার গল্প বলা ফিল্মের জন্য সিনেকাইন্ড জাতীয় পুরস্কার দিল ফিল্ম ফেডারেশন অফ...