নৈহাটি উপনির্বাচনের বিপুল ভোটে জয়, আজ ‘বড়মা’র মন্দিরে মমতা

নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে (Naihati Assembly by election) তৃণমূল প্রার্থী সনৎ দে (Sanat Dey) প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি ভোটে জয়লাভ করার পর আজ মঙ্গলবার ‘বড়মা’র মন্দিরে পুজো দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর দুপুর তিনটে নাগাদ মন্দিরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সকাল থেকেই তুঙ্গে প্রশাসনিক ব্যস্ততা।

ভোট সাফল্যের পরই উত্তর ২৪ পরগনার নৈহাটির শতাব্দী প্রাচীন ‘বড়মা’র মন্দিরে মুখ্যমন্ত্রীর আগমনের খবরে স্বভাবতই এলাকায় বেড়েছে নিরাপত্তা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্দিরে প্রবেশ এবং প্রস্থানে বিশেষ সিকিউরিটি মোতায়ন করা হচ্ছে। সোমবার এ নিয়ে মন্দির কর্তৃপক্ষ পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক হয়।এবারের উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর জয়ের ব্যবধান আগের বিধায়ক পার্থ ভৌমিকের (Partha Bhowmik) ব্যবধানকেও পেরিয়ে গিয়েছে। সব বিতর্ককে মাঠের বাইরে পাঠিয়ে বিপুল জনসমর্থন আদায় করেছেন দক্ষ ক্রীড়া সংগঠক সনৎ দে। মাস ছয়েক আগে আবার বিজেপির অর্জুন সিং-কে হারিয়ে লোকসভা আসনে জয়ী হয়েছেন পার্থ। একসঙ্গে ডাবল সেলিব্রেশনে তৃণমূলের কর্মী সমর্থকেরা। সুপ্রিমোর ‘বড়মা’র মন্দিরে আগমন তাঁদের মধ্যে বাড়তি উন্মাদনা জাগিয়েছে। পুত্রের খবর মন্দির কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীর জন্য আলাদা করে বিশেষ পুজোর ব্যবস্থা রেখেছে। সকাল থেকেই চূড়ান্ত ব্যস্ততার ছবি ধরা পড়ছে।