Monday, November 10, 2025

‘বড়মা’-র নামে ফেরিঘাট, নৈহাটি-ভাটপাড়া হাসপাতালে OPD: পুজো দিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

নৈহাটিতে বড়মা-র মন্দির সংলগ্ন ফেরিঘাটের নাম হবে বড়মা-র নামে। সেই ঘাট সংস্কারে স্থানীয় সাংসদের তহবিল থেকে ১০ লাখ দেওয়া হবে। মঙ্গলবার, মন্দিরে পুজো দিয়ে এই ঘোষণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে তিনি জানান, সাংসদ তহবিল থেকে ২ কোটি করে মোট ৪ কোটি টাকা দিয়ে নৈহাটি ও ভাটপাড়া দুটি হাসপাতালেই OPD পরিষেবা চালু করা হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার সময় পাশে দাঁড়িয়ে ছিলেন ব্যারাকপুরে TMC সাংসদ পার্থ ভৌমিক, নৈহাটির নবনির্বাচিত বিধায়ক সনৎ দে। ছিলেন বিধায়ক রাজ চক্রবর্তী, সোমনাথ শ্যাম, পুলিশ সুপার অলোক রাজরিয়া, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য-সহ অন্যান্যরা। কলকাতা থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মা লতা বন্দ্যোপাধ্যায়।

এদিন সোয়া তিনটে নাগাদ বড়মা-র মন্দিরে পৌঁছন মুখ্যমন্ত্রী। শাড়ি, ফুল, নাড়ু, মিষ্টি দিয়ে পুজো দেন তিনি। মন্দির চত্বর ঘুরে দেখেন। কথা বলেন পুরোহিত ও মন্দিরের পরিচালন কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে।

মন্দিরে পুজো দেওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই এলাকার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে স্মৃতিচারণ করেন মুখ্যমন্ত্রী। বছর পাঁচেক আগে নৈহাটিতে একবার বড়সড় অশান্তির ঘটনা ঘটেছিল। এদিন সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “পাঁচ বছর আগে একটা গোলমাল হয়েছিল। মানুষের ওপর অত্যাচার হয়েছিল। ভয়ে কেউ ঘর থেকে বেরোচ্ছিলেন না। তখন ২ ঘণ্টা থেকে পার্টি অফিসগুলো রঙ করে দিয়েছিলাম। পার্টি অফিসটা রঙ করা উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল মানুষের সাহস জোগান। শান্তি ফেরাতে তারপরও নৈহাটিতে ২ বার এসেছিলাম, সেদিন অনেক অকথা কুকথা শুনতে হয়েছিল।” এর পরেই অঞ্চলের উন্নয়নে একগুচ্ছে প্রকল্পের কথা ঘোষণা করেন। জানান, “নৈহাটি এবং ভাটপাড়া হাসপাতালে আলাদা করে ওপিডি তৈরি হবে।” জানান, পার্থ এমপি ল্যাড থেকে দুটি হাসপাতালের ওপিডির জন্য ২ কোটি করে মোট ৪ কোটি টাকা বরাদ্দ করেছে। এ ছাড়াও বড়মার মন্দিরে সংলগ্ন ঘাটটিকে বড়মার ঘাট নামে নতুন করে তৈরি করা নির্দেশ দেন মমতা (Mamata Banerjee)। সেই জন্য সাংসদ তহবিল থেকে ১০ লক্ষ টাকা দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি। মন্দিরে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী জানান, নৈহাটিতে শীঘ্রই পুলিশ ফাঁড়ি তৈরি করা হবে।

সদ্য সমাপ্ত উপনির্বাচনে ছটি কেন্দ্রেই সবুজ ঝড়। নৈহাটি থেকে রেকর্ড ব্যবধানে জিতেছেন তৃণমূল (TMC) প্রার্থী সনৎ দে (Sanat De)। তার পরই বড়মার মন্দিরে গিয়ে পুজো দিলেন তৃণমূল সুপ্রিমো। জানান, “আমার গোত্র হল মা-মাটি-মানুষ। এখানে বলে নয়, আমি সব জায়গাতেই এই গোত্রে পুজো দিই।” গত বছর বড়মার মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।









Related articles

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...

শহুরে পরিবহনে মডেল বাংলা! জাতীয় স্বীকৃতি ‘যাত্রী সাথী’-কে

রাজ্য সরকারের মুকুটে আরও একটি সাফল্যের পালক। কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এ বার জাতীয় স্বীকৃতি পেল...

ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৃণমূলের

সস্ত্রীক সব্যসাচী দত্তের নাম নেই ইলেক্টোরাল ড্রাফট রোলে! এদিকে তিনি ১৯৯৫ সাল থেকে বিধাননগরের কাউন্সিলর। ২০০০ সালেও কাউন্সিলর।...

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...
Exit mobile version