Friday, November 14, 2025

এক চাঁদ নিয়ে সুখেই ছিল পৃথিবী। হঠাৎ পৃথিবীর আকাশে উদয় হয় আর এক চাঁদের। ৫৩ দিন পৃথিবীর কক্ষপথে ঘর করে অবশেষে বিদায় নিল সে। পৃথিবীর এই দ্বিতীয় চাঁদ এতদিন কাছে ছিল, হঠাৎ করেই তা ছিটকে বেরিয়ে গেল পৃথিবীর কক্ষপথ থেকে। শেষ হল মধুচন্দ্রিমা।

চেনা চাঁদ ছাড়াও আর এক চাঁদ গত ২৯ সেপ্টেম্বর থেকে পৃথিবীর সংসারে যুক্ত হয়েছিল। সেই চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করছে ৫৩দিন ধরে । মাত্র ৩৭ লক্ষ ৬০ হাজার কিলোমিটার দূরে তার অবস্থান ছিল পৃথিবী থেকে। তবু তাকে খালি চোখে দেখা যায়নি। পৃথিবীর দ্বিতীয় এই চাঁদকে না দেখতে কারণ ছিল তার আকৃতি। আসল চাঁদের ব্যস যেখানে ৩ হাজার ৪৭৬ কিলোমিটার, সেখানে এই ছোট্ট চাঁদের ব্যস মাত্র ১০ মিটার। ফলে তা এতটাই ছোটো যে খালি চোখে তাকে দেখা অসম্ভব। আকৃতি অনেকটা একটা বাসের মতন।

এই চাঁদ এসেছিল পৃথিবীর আকাশে অবশ্য ক্ষণিকের অতিথি হয়ে। ৫৩ দিন পৃথিবীকে প্রদক্ষিণ করে তা ছিটকে গেল কক্ষপথ থেকে। এই ৫৩ দিনে পুরো একবার প্রদক্ষিণ করতে পারেনি ওই চাঁদ। আসলে কী ছিল ওই দ্বিতীয় চাঁদ? জেনে নিন তার পরিচয়। এই চাঁদ আদতে একটি গ্রহাণু। গত ২৯ সেপ্টেম্বর পৃথিবীর কক্ষে ঢুকে পড়েছিল সে। তারপরই পৃথিবীকে প্রদক্ষিণ করা শুরু হয় তার। প্রদক্ষিণ করতে করতেই ২৫ নভেম্বর পৃথিবীর কক্ষ থেকে ছিটকে বেরিয়ে যায় সে।হারিয়ে যায় মহাশূন্যে। পৃথিবীর মাধ্যকর্ষণ ছাড়িয়ে অনন্ত মহাকাশে। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, ৫৩ দিন পৃথিবীর সংসারে থেকে হারিয়ে গেলেও সে আবার ফিরে আসবে। তবে তার জন্য অপেক্ষা করতে হবে এখনও ৩১ বছর। ২০৫৫ সালে ফের পৃথিবীর কক্ষপথে ফিরে আসবে এই দ্বিতীয় চাঁদ। আবার নিয়ম করে প্রদক্ষিণ করতে থাকবে তার পৃথিবীকে।

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version