Saturday, November 8, 2025

সংবিধান দিবস: রাষ্ট্রপতির মুখে শুধুই ন্যায়-স্বাধীনতা-সাম্য ও সৌভ্রাতৃত্ব!

Date:

ভারতীয় সংবিধানকে বর্ণনা করতে গিয়ে ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য ও সৌভ্রাত্বের কথা বললেও কোথাও সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষতার কথা উল্লেখ করলেন না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)। ভারতের কাঠামোর ভিত্তিপ্রস্তর হিসাবে ভারতীয় সংবিধানকে উল্লেখ করে এই সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মের জ্ঞান ও আগ্রহ বাড়ানোর বার্তা দেন তিনি। মঙ্গলবার সংবিধানের (Indian Constitution) ৭৫ বর্ষপূর্তি উপলক্ষ্য়ে সংসদের সেন্ট্রাল হলে (Central Hall) সমবেত হন দেশের প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, থেকে লোকসভা ও রাজ্যসভার বিরোধী দলনেতা। রাষ্ট্রপতির উজ্জ্বল উপস্থিতিতে সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন তাঁরা।

ভারতের সংবিধানকে প্রাণবন্ত ও প্রগতিশীল সংবিধান বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই সঙ্গে ব্যক্তিগত ও সমষ্টির মর্যাদা আলাদাভাবে রক্ষা হয় ভারতের সংবিধানে, উল্লেখ রাষ্ট্রপতির। তিনি জানান, “ভারতের সংবিধান কয়েকজন উজ্জ্বল মস্তিষ্কের তিন বছরের চরম আলোচনার ফসল। এক অর্থে এটা আমাদের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের ফলাফল। অতুলনীয় জাতীয় আন্দোলনের মধ্যে নিহিত আদর্শগুলি স্থাপিত হয়েছে সংবিধানে। সেই আদর্শগুলিই সংক্ষিপ্ত আকারে রক্ষিত হয়েছে সংবিধানের প্রস্তাবনায়। সেগুলি হল ন্যায়বিচার (justice), স্বাধীনতা (liberty), সাম্য (equality) ও সৌভ্রাতৃত্ব (fraternity)।”

রাষ্ট্রপতির ভাসনে উঠে আসে এত দীর্ঘ বছর ধরে সংবিধানের পালন করে দেশের আইন, বিচার ও প্রশাসন কীভাবে দেশের মানুষের জীবনকে আরও ভালো করেছে। শুধুমাত্র ভারত নয়, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিধানে অংশগ্রহণের অধিকারও ভারতের সংবিধান দিয়েছে বলে উল্লেখ রাষ্ট্রপতির। সংবিধান প্রতিষ্ঠিত সার্বভৌমত্বের উদযাপনে ২০২৫ সালের ২৬ জানুয়ারি পালিত হবে গণতন্ত্রের ৭৫ বছর পূর্তি উৎসব, জানান রাষ্ট্রপতি।

Related articles

SIR আতঙ্কে মৃতদের পাশে তৃণমূল: অভিষেকের নির্দেশে তৈরি বিশেষ কমিটি

এসআইআর আতঙ্কে রাজ্যে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৭, ২ জন হাসপাতালে চিকিৎসাধীন। কোথাও নাম না থাকার আতঙ্কে হৃদরোগে...

প্রার্থনায় রাজ্য সঙ্গীত: স্থানীয় ঐতিহ্য-সংস্কৃতির গুরুত্বও বিবেচ্য, GTA-র সঙ্গে বিরোধের গুজব উড়িয়ে জানালেন ব্রাত্য

রাজ্যের স্কুলগুলিতে প্রার্থনায় রাজ্য সঙ্গীত বাধ্যতামূলক করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের সমস্ত সরকারি ও সরকার...

কে সঠিক? জ্ঞানেশ কুমার, না কমিশনের সফটওয়্যার? পর্দাফাঁস করে প্রশ্ন তৃণমূলের

দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু করার ঘোষণা করতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh...

দত্তবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার ২!

২৯ অক্টোবর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা (Swapan Kamilya) খুনের ঘটনায় নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prashant...
Exit mobile version