Wednesday, December 17, 2025

সংবিধান দিবস: রাষ্ট্রপতির মুখে শুধুই ন্যায়-স্বাধীনতা-সাম্য ও সৌভ্রাতৃত্ব!

Date:

Share post:

ভারতীয় সংবিধানকে বর্ণনা করতে গিয়ে ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য ও সৌভ্রাত্বের কথা বললেও কোথাও সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষতার কথা উল্লেখ করলেন না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)। ভারতের কাঠামোর ভিত্তিপ্রস্তর হিসাবে ভারতীয় সংবিধানকে উল্লেখ করে এই সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মের জ্ঞান ও আগ্রহ বাড়ানোর বার্তা দেন তিনি। মঙ্গলবার সংবিধানের (Indian Constitution) ৭৫ বর্ষপূর্তি উপলক্ষ্য়ে সংসদের সেন্ট্রাল হলে (Central Hall) সমবেত হন দেশের প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, থেকে লোকসভা ও রাজ্যসভার বিরোধী দলনেতা। রাষ্ট্রপতির উজ্জ্বল উপস্থিতিতে সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন তাঁরা।

ভারতের সংবিধানকে প্রাণবন্ত ও প্রগতিশীল সংবিধান বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই সঙ্গে ব্যক্তিগত ও সমষ্টির মর্যাদা আলাদাভাবে রক্ষা হয় ভারতের সংবিধানে, উল্লেখ রাষ্ট্রপতির। তিনি জানান, “ভারতের সংবিধান কয়েকজন উজ্জ্বল মস্তিষ্কের তিন বছরের চরম আলোচনার ফসল। এক অর্থে এটা আমাদের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের ফলাফল। অতুলনীয় জাতীয় আন্দোলনের মধ্যে নিহিত আদর্শগুলি স্থাপিত হয়েছে সংবিধানে। সেই আদর্শগুলিই সংক্ষিপ্ত আকারে রক্ষিত হয়েছে সংবিধানের প্রস্তাবনায়। সেগুলি হল ন্যায়বিচার (justice), স্বাধীনতা (liberty), সাম্য (equality) ও সৌভ্রাতৃত্ব (fraternity)।”

রাষ্ট্রপতির ভাসনে উঠে আসে এত দীর্ঘ বছর ধরে সংবিধানের পালন করে দেশের আইন, বিচার ও প্রশাসন কীভাবে দেশের মানুষের জীবনকে আরও ভালো করেছে। শুধুমাত্র ভারত নয়, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিধানে অংশগ্রহণের অধিকারও ভারতের সংবিধান দিয়েছে বলে উল্লেখ রাষ্ট্রপতির। সংবিধান প্রতিষ্ঠিত সার্বভৌমত্বের উদযাপনে ২০২৫ সালের ২৬ জানুয়ারি পালিত হবে গণতন্ত্রের ৭৫ বছর পূর্তি উৎসব, জানান রাষ্ট্রপতি।

spot_img

Related articles

তৃণমূল কাউন্সিলর খুনে সাজা ঘোষণা, তিনদোষীর যাবজ্জীবন

পানিহাটির তৃণমূল কাউন্সিলার অনুপম দত্ত খুনের মামলায় তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের (TMC Councillor Murder) সাজা শোনাল ব্যারাকপুর আদালত।...

ঢাকায় হুমকি হাইকমিশনে: বাংলাদেশের হাই কমিশনারকে তলব বিদেশ মন্ত্রকের

বাংলাদেশে ভারতীয় দূতাবাসে ক্রমাগত হুমকি। অথচ বাংলাদেশের মহম্মদ ইউনূস (Mohammed Yunus) পরিচালিত অন্তর্বর্তী সরকার নীরব। প্রতিবেশী দেশ ভারতের...

বাংলায় কোটি কোটি রোহিঙ্গা-বাংলাদেশি কোথায়? মিথ্যাচারের জন্য ক্ষমা চাক বঙ্গ বিজেপি: তীব্র নিশানা অভিষেকের

বিজেপি বলেছিল বাংলায় এক-দেড় কোটি রোহিঙ্গা, অগণিত বাংলাদেশি নাগরিক আছে। তারা কোথায় গেল? বাংলার ভোটার তালিকার নিবিড় সংশোধন...

NCRT-র সিলেবাসে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস রাখার দাবি ঋতব্রতের

এনসিইআরটি-র পাঠ্যবইয়ে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের (Bengali Freedom Fighters) ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত...