Sunday, November 9, 2025

বাংলাদেশ ইস্যুতে বাংলা জ্বলবে! বিজেপির অশান্তির চেষ্টাকে কটাক্ষ কুণালের

Date:

প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হলে বাংলা জ্বলবে, বিতর্কিত মন্তব্য করে রাজ্যে অরাজকতা তৈরির চেষ্টা বিজেপি বিধায়ক নেতাদের। কলকাতা শহরের বুকে মিছিল বিক্ষোভ করে বাংলাদেশের (Bangladesh) হিন্দু নেতা চিন্ময় দাসের (Chinmay Das) দ্রুত জেলমুক্তির দাবি জানালেও আদতে রাজ্যে এই দাবি তুলে বা তার জন্য আন্দোলন চালিয়ে যে আখেরে নজরে আসার চেষ্টা ছাড়া আর কোনও লাভ হবে না, স্পষ্ট করে দিলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সেইসঙ্গে বিরোধী দলনেতাকে প্ররোচনামূলক বক্তব্য থেকে বিরত থাকার নিদান দিলেন তিনি।

চিন্ময় দাসের গ্রেফতারি নিয়ে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক (MEA) ইতিমধ্যেই বাংলাদেশের উপর চাপ বাড়িয়ে বিবৃতি জারি করেছে। তা সত্ত্বেও বাংলায় সেই আন্তর্জাতিক ইস্যু নিয়ে পারদ চড়ানোর চেষ্টা করছেন রাজ্যের বিজেপি নেতারা। বুধবার বিধানসভার অধিবেশনে হট্টোগোল পাকিয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারের (Bangladesh Dy High Commissioner) দফতর অভিযান করেন তাঁরা। একদিকে বিরোধী দলনেতা (LOP, Bidhansabha) দাবি করেন দুই দেশের সীমান্ত বন্ধ করে দিয়ে আন্দোলনে নামবে বাংলার মানুষ। বুধবার সীমান্ত জেলাগুলির বিজেপি বিধায়কদের নিয়ে ডেপুটি হাই কমিশনারের দফতর অভিযান করেন তাঁরা। অন্যদিকে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) দাবি করেন দ্রুত বাংলাদেশে চিন্ময় দাসকে মুক্ত না করলে বাংলায় আগুন জ্বলবে।

যে আন্তর্জাতিক বিষয় নিয়ে এখনও কড়া অবস্থান নেয়নি খোদ কেন্দ্রের মোদি সরকার তা নিয়ে বাংলাকে অশান্ত করার চেষ্টাকে তীব্র কটাক্ষ রাজ্যের শাসক দলের। কুণাল ঘোষ জানান, “কেন্দ্রের উচিত বিষয়টি নিয়ে কথা বলা। বাংলাদেশে (Bangladesh) যে অবাঞ্ছিত ঘটনা ঘটেছে সেখানে রাজ্যের কিছু করার নেই। অথচ বিজেপি এখানে হট্টগোল পাকানোর চেষ্টা করছে, ধর্মীয় ভেদাভেদ তৈরির চেষ্টা করছে।” সেই সঙ্গে তাঁর প্রশ্ন, “বিজেপি নেতারা এখানে লাফাচ্ছে কেন? বিষয়টা কেন্দ্রের। সেখানে তাঁদেরই নেতারা রয়েছেন। কিছু জানানোর হলে তাঁদের লিখিতভাবে জানাক বা তাঁদের কাছে গিয়ে দাবি করুক।” সেই সঙ্গে তাঁর সংযোজন, “এমনভাবে প্ররোচনামূলক কথা বলা উচিত নয় যাতে নতুন করে পরিস্থিতি জটিল হয়।”

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version