Friday, May 23, 2025

কাজের অভাব, সংসার চালাতে ফুটপাথে দোকান টলিপাড়ার নামী পরিচালকের!

Date:

Share post:

বাংলা টেলিভিশন জগতে একের পর এক সুপারহিট সিরিয়াল পরিচালনা করার পর এবার সংসার চালাতে ফুটপাতে দোকান খুলতে হল পরিচালক অয়ন সেনগুপ্তকে (Ayan Sengupta)। টেলিপর্দায় হৈচৈ ফেলে দেওয়া ‘কে আপন কে পর’, ‘কী করে বলব তোমায়’, ‘এই পথ যদি না শেষ হয়’-এর মতো ধারাবাহিক দর্শকের কাছে পৌঁছে দেওয়ার পর গত দু’বছর ধরে বেকার অয়ন! শত চেষ্টা করেও কাজের জোগাড় করতে না পারায়, সংসার চালাতে শেষমেষ স্ত্রী পুত্রকে নিয়ে রাস্তা দিয়ে খাবারের দোকান খুলে বসলেন।

তপন থিয়েটারের সামনে দোকানের ছবি ভিডিও প্রকাশ্যে আসতেই, রীতিমতো হইচই পড়ে গেছে নেটপাড়ায়।ফেসবুক লাইভে অয়ন (Ayan Sengupta) জানিয়েছেন যে এই মুহূর্তে যে অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে তিনি রয়েছেন সেখান থেকে বের হতে হলে কিছু একটা করতে হবে। তাই স্ত্রীর সহযোগিতায় ফুটপাথে খাবারের স্টল খুলেছেন তিনি। মেনুতে রয়েছে, ঘুঘনি, ভেজিটেবল চপের মতো সুস্বাদু খাবার রয়েছে বলে জানিয়েছেন পরিচালক। যদিও অভিনয় বা পরিচালনা কোনটা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছেন না। তবে ভবিষ্যতে যাতে ক্রাইসিস পিরিয়ড না তৈরি হয় সেই কারণে বিকল্প আয়ের উৎস হিসেবে এই ব্যবসার কথা ভেবেছেন। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অনেকেই অয়নের লড়াকু মনোভাবকে কুর্নিশ জানিয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে, তাঁর মতো পরিচালক কাজ পাচ্ছেন না কেন? অয়নের সাফ উত্তর, “গত দু’বছর ধরে দুটো বিষয় দেখেছি। যাঁরা নিয়মিত কাজ পাচ্ছেন, তাঁরাই নিয়মিত কাজ করছেন। আর যাঁরা কাজ পান না বা পাচ্ছেন না তাঁদের কিন্তু কাজ জুটছেই না! আমার ঠিক কোথায় ত্রুটি? কেউ বলতে পারছেন না। কিন্তু কাজও দিচ্ছেন না।” লাইট-ক্যামেরা-অ্যাকশন দুনিয়ার প্রযোজকরা অয়নের এই মন্তব্যের পর কোনও যোগাযোগ করেছেন কিনা সেটা অবশ্য জানা যায়নি। তবে অনুরাগী থেকে শুরু করে সমাজমাধ্যম (Social media) ব্যবহারকারীদের অনেকেই পরিচালকের দক্ষতাকে স্বীকৃতি দিয়েছেন।

spot_img

Related articles

আজ বিকেলেই রিষড়ার বাড়িতে ফিরছেন BSF জওয়ান পূর্ণম! কিছুটা দোলাচলে পরিবার

আর হয়ত কয়েকঘণ্টার অপেক্ষা। তার পরেই রিষড়ার বাড়িতে ফিরছেন BSF জওয়ান পূর্ণমকুমার সাউ (Purnam Kuman Shaw)। এমনটাই সূত্রের...

সামিকে ছাড়াই ইংল্যান্ড সফরের দল ঘোষণার পরিকল্পনা

ইংল্যান্ডের(England) বিরুদ্ধে টেস্ট সিরিজে বিরাট(Virat Kohli), রোহিত(Rohit Sharma) নেই। এবার শোনা যাচ্ছে মহম্মদ সামিকেও(Mohammed Shami) নাকি বাদ দিতে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

আজ পেট্রোল-ডিজেলের দাম২৩ মে (শুক্রবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকাদিল্লিতে...

টোকিওতে অবহেলায় রাসবিহারীর সমাধি! দুঃখিত অভিষেক, ভারতীয় দূতাবাসের দৃষ্টি আকর্ষণ

পাকিস্তানের মুখোশ খুলতে বিশ্বের দরবারে ভারতের সাংসদের প্রতিনিধিদল। রয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...