Friday, January 16, 2026

কাজের অভাব, সংসার চালাতে ফুটপাথে দোকান টলিপাড়ার নামী পরিচালকের!

Date:

Share post:

বাংলা টেলিভিশন জগতে একের পর এক সুপারহিট সিরিয়াল পরিচালনা করার পর এবার সংসার চালাতে ফুটপাতে দোকান খুলতে হল পরিচালক অয়ন সেনগুপ্তকে (Ayan Sengupta)। টেলিপর্দায় হৈচৈ ফেলে দেওয়া ‘কে আপন কে পর’, ‘কী করে বলব তোমায়’, ‘এই পথ যদি না শেষ হয়’-এর মতো ধারাবাহিক দর্শকের কাছে পৌঁছে দেওয়ার পর গত দু’বছর ধরে বেকার অয়ন! শত চেষ্টা করেও কাজের জোগাড় করতে না পারায়, সংসার চালাতে শেষমেষ স্ত্রী পুত্রকে নিয়ে রাস্তা দিয়ে খাবারের দোকান খুলে বসলেন।

তপন থিয়েটারের সামনে দোকানের ছবি ভিডিও প্রকাশ্যে আসতেই, রীতিমতো হইচই পড়ে গেছে নেটপাড়ায়।ফেসবুক লাইভে অয়ন (Ayan Sengupta) জানিয়েছেন যে এই মুহূর্তে যে অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে তিনি রয়েছেন সেখান থেকে বের হতে হলে কিছু একটা করতে হবে। তাই স্ত্রীর সহযোগিতায় ফুটপাথে খাবারের স্টল খুলেছেন তিনি। মেনুতে রয়েছে, ঘুঘনি, ভেজিটেবল চপের মতো সুস্বাদু খাবার রয়েছে বলে জানিয়েছেন পরিচালক। যদিও অভিনয় বা পরিচালনা কোনটা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছেন না। তবে ভবিষ্যতে যাতে ক্রাইসিস পিরিয়ড না তৈরি হয় সেই কারণে বিকল্প আয়ের উৎস হিসেবে এই ব্যবসার কথা ভেবেছেন। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অনেকেই অয়নের লড়াকু মনোভাবকে কুর্নিশ জানিয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে, তাঁর মতো পরিচালক কাজ পাচ্ছেন না কেন? অয়নের সাফ উত্তর, “গত দু’বছর ধরে দুটো বিষয় দেখেছি। যাঁরা নিয়মিত কাজ পাচ্ছেন, তাঁরাই নিয়মিত কাজ করছেন। আর যাঁরা কাজ পান না বা পাচ্ছেন না তাঁদের কিন্তু কাজ জুটছেই না! আমার ঠিক কোথায় ত্রুটি? কেউ বলতে পারছেন না। কিন্তু কাজও দিচ্ছেন না।” লাইট-ক্যামেরা-অ্যাকশন দুনিয়ার প্রযোজকরা অয়নের এই মন্তব্যের পর কোনও যোগাযোগ করেছেন কিনা সেটা অবশ্য জানা যায়নি। তবে অনুরাগী থেকে শুরু করে সমাজমাধ্যম (Social media) ব্যবহারকারীদের অনেকেই পরিচালকের দক্ষতাকে স্বীকৃতি দিয়েছেন।

spot_img

Related articles

SIR-এর নামে বাংলায় অশান্তি পাকানোর চেষ্টা! বিজেপি-কমিশনকে একযোগে আক্রমণ মুখ্যমন্ত্রীর, শান্তিবজায় রাখার আবেদন

SIR-এর নামে পরিকল্পিতভাবে বাংলায় অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে!। শুক্রবার উত্তরবঙ্গ যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের বিজেপি ও...

মুসলিম ভোটার বাদ দেওয়ার জন্য বিজেপির চাপ, আত্মহত্যা করতে চাইছেন BLO!

বেছে বেছে মুসলিম ভোটারকে টার্গেট করে তাঁদের তালিকা থেকে বাদ দেওয়ার জন্য বুথ লেভেল অফিসারকে (BLO) চাপ দেওয়ার...

মুকুলের বিধায়কপদ খারিজের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

মুকুল রায়ের (Mukul Ray) বিধায়কপদ খারিজের হাই কোর্টের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। কলকাতা হাই কোর্টের (Calcutta...

যোগী রাজ্যে বঙ্গ বিদ্বেষ, বাংলায় কথা বলায় খুন সিঙ্গুরের যুবক

বাংলায় কথা বলায় যোগী রাজ্যে খুন সিঙ্গুরের (Singure) যুবক। বিগত কয়েক মাস ধরেই বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের বাংলাদেশী...