Thursday, November 13, 2025

লাগাতার ‘আলপটকা’ মন্তব্য! হুমায়ুনকে শোকজ তৃণমূলের, জবাব দেব: মন্তব্য বিধায়কের

Date:

লাগাতার ‘আলপটকা’ মন্তব্য! এবার ভরতপুরের তৃণমূল (TMC) বিধায়ক হুমায়ুন কবীরকে (Humayun Kabir) শোকজ করল দলের শৃঙ্খলারক্ষা কমিটি। বুধবারই শোকজ করা হয়েছে তাঁকে। তিনদিনের মধ্যে জবাবদিহি করতে হবে। দলের অধিকার আছে। চিঠি পেলে উত্তর দেব- শোকজ প্রসঙ্গে মন্তব্য ভরতপুরের তৃণমূল বিধায়কের।

ভরতপুরের বিধায়ক হুমায়ুন মঙ্গলবার অভিযোগ করেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) দিল্লিতে বেশি দায়িত্ব দিয়ে রাজ্য থেকে তাঁকে বিচ্ছিন্ন করা হয়েছে। সেই সঙ্গে দলের সদস্যদের নাম না করে সমালোচনা করেন তিনি। তাঁর দাবি তৃণমূল (TMC) সুপ্রিমোকে কোনও কোনও নেতৃত্ব ভুল পথে মন্ত্রণা দিচ্ছেন। হুমায়ুনের এইসব বক্তব্যকে “অপ্রয়োজনীয় অবাঞ্ছিত” বলে মন্তব্য করেন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

এর পরে বুধবারই বিধানসভার শৃঙ্খলারক্ষা কমিটির তরফে দল বিরোধী কার্যকলাপের অভিযোগ এনে হুমায়ুনকে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এবিষয়ে প্রশ্ন করা হলন হুমায়ুন বলেন, “দলের শৃঙ্খলারক্ষা কমিটির অধিকার রয়েছে, আমাকে সাসপেন্ড করার। শুনেছি আমাকে শোকজ করা হয়েছে। হাতে আমি কোনও চিঠি পাইনি। চিঠি এলে আমি যথাযথ সময়ে এর উত্তর দিয়ে দেব।”

বেলাগাম মন্তব্য, দলবিরোধী কাজ করলে এবার শাস্তির মুখে পড়বেন তৃণমূল (TMC) সদস্য-সদস্যারা। সোমবার তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে এ বিষয়ে কড়া সিদ্ধান্ত নিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠকের পরে সাংবাদিকের মুখোমুখি হন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) জানান, “দল সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে কেউ যা খুশি মন্তব্য করতে পারবেন না। কাউকে তিনবার শোকজের পর সাসপেন্ড করা হবে।” শৃঙ্খলারক্ষায় তিনটি কমিটিও গঠন করা হয়। এবার হুমায়ুন কী জবাব দেন, সেটাই দেখার।








Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version