Saturday, August 23, 2025

ঋষভ পন্থের রেকর্ড ভেঙে ২৮ বলে সেঞ্চুরি আইপিএল নিলামে অবিক্রিত উর্ভিল প্যাটেলের  

Date:

আইপিএলের মেগা নিলামে অবিক্রিত থেকেছেন গুজরাটের এক ক্রিকেটার। দিনদুয়েক পর তিনিই ভেঙে ফেললেন আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার ঋষভ পন্থের রেকর্ড। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় ক্রিকেটার হিসেবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এতদিন ছিল পন্থের।পন্থ ২০১৮ সালে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ৩২ বলে সেঞ্চুরি করেছিলেন। এ বার তার রেকর্ড ভাঙলেন ডান হাতি ব্যাটার উর্ভিল প্যাটেল (Urvil Patel)

নিশ্চয়ই ভাবছেন কী করেছেন উর্ভিল?সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে ত্রিপুরার বিরুদ্ধে এই রেকর্ড গড়েছেন তিনি।ত্রিপুরার বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় গুজরাট। প্রথমে ব্যাটিং করে ৮ উইকেটে ১৫৫ তোলে ত্রিপুরা। গুজরাটের টার্গেট দাঁড়ায় ১২০ বলে ১৫৬। সেখানে গুজরাটের ওপেনার উর্ভিল প্যাটেল ৩৫ বলে ১১৩ রানের অপরাজিত দুরন্ত ইনিংস খেলেন। এই ইনিংস সাজানো ছিল ১২টি ছয় ও ৭টি চার দিয়ে। ১৫৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় গুজরাট। ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার উর্ভিল।টি-২০ ক্রিকেটে এ বছরই হ্যাপি ভ্যালি গ্রাউন্ডে সাইপ্রাসের বিরুদ্ধে ২৭ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েন এস্টোনিয়ার সাহিল চৌহান। ফলে টি-২০-তে দ্রুততম সেঞ্চুরির তালিকায় দ্বিতীয় স্থানে উর্ভিলের ২৮ বলের শতরান। গত বছরের নভেম্বরে উর্ভিল লিস্ট এ ক্রিকেটে ভারতীয় ক্রিকেটার হিসেবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করেন। সে বার তিনি গুজরাটের হয়ে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ৪১ বলে ১০০ করেন।

২০২৩ সালের আইপিএলের আগে ২০ লক্ষ টাকায় গুজরাট টাইটান্স নিয়েছিল উইকেটকিপার ব্যাটার উর্ভিল প্যাটেলকে। কিন্তু সে মরসুমে কোনও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। পরের বারের আইপিএলের মেগা নিলামের আগে তাকে রিলিজ় করে দেয় গুজরাট। আর এ বারের মেগা নিলামে নাম রেজিস্টার করেছিলেন। কিন্তু রয়ে গিয়েছেন অবিক্রিত।কিন্তু তার এই পারফরমেন্সে নড়েচড়ে বসেছেন সবাই।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version