Thursday, December 18, 2025

ঋষভ পন্থের রেকর্ড ভেঙে ২৮ বলে সেঞ্চুরি আইপিএল নিলামে অবিক্রিত উর্ভিল প্যাটেলের  

Date:

Share post:

আইপিএলের মেগা নিলামে অবিক্রিত থেকেছেন গুজরাটের এক ক্রিকেটার। দিনদুয়েক পর তিনিই ভেঙে ফেললেন আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার ঋষভ পন্থের রেকর্ড। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় ক্রিকেটার হিসেবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এতদিন ছিল পন্থের।পন্থ ২০১৮ সালে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ৩২ বলে সেঞ্চুরি করেছিলেন। এ বার তার রেকর্ড ভাঙলেন ডান হাতি ব্যাটার উর্ভিল প্যাটেল (Urvil Patel)

নিশ্চয়ই ভাবছেন কী করেছেন উর্ভিল?সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে ত্রিপুরার বিরুদ্ধে এই রেকর্ড গড়েছেন তিনি।ত্রিপুরার বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় গুজরাট। প্রথমে ব্যাটিং করে ৮ উইকেটে ১৫৫ তোলে ত্রিপুরা। গুজরাটের টার্গেট দাঁড়ায় ১২০ বলে ১৫৬। সেখানে গুজরাটের ওপেনার উর্ভিল প্যাটেল ৩৫ বলে ১১৩ রানের অপরাজিত দুরন্ত ইনিংস খেলেন। এই ইনিংস সাজানো ছিল ১২টি ছয় ও ৭টি চার দিয়ে। ১৫৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় গুজরাট। ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার উর্ভিল।টি-২০ ক্রিকেটে এ বছরই হ্যাপি ভ্যালি গ্রাউন্ডে সাইপ্রাসের বিরুদ্ধে ২৭ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েন এস্টোনিয়ার সাহিল চৌহান। ফলে টি-২০-তে দ্রুততম সেঞ্চুরির তালিকায় দ্বিতীয় স্থানে উর্ভিলের ২৮ বলের শতরান। গত বছরের নভেম্বরে উর্ভিল লিস্ট এ ক্রিকেটে ভারতীয় ক্রিকেটার হিসেবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করেন। সে বার তিনি গুজরাটের হয়ে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ৪১ বলে ১০০ করেন।

২০২৩ সালের আইপিএলের আগে ২০ লক্ষ টাকায় গুজরাট টাইটান্স নিয়েছিল উইকেটকিপার ব্যাটার উর্ভিল প্যাটেলকে। কিন্তু সে মরসুমে কোনও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। পরের বারের আইপিএলের মেগা নিলামের আগে তাকে রিলিজ় করে দেয় গুজরাট। আর এ বারের মেগা নিলামে নাম রেজিস্টার করেছিলেন। কিন্তু রয়ে গিয়েছেন অবিক্রিত।কিন্তু তার এই পারফরমেন্সে নড়েচড়ে বসেছেন সবাই।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

spot_img

Related articles

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...