শীতের পথে ঘূর্ণিঝড়ের বাধা, ‘ফেনজল’-এ ফিরবে বৃষ্টি!

দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শেষমেষ ঘূর্ণিঝড়েই পরিণত হচ্ছে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। ফেনজলের (Cyclone Fengal) জন্মের কারণেই সাময়িকভাবে শীতে বাধা বঙ্গে। সৌদি আরব এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে। জানা যাচ্ছে এর প্রভাবে উইকেন্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে চার জেলায়। উপকূলে বৃষ্টি বাড়বে। যদিও ঝড়ের প্রত্যক্ষ প্রভাব নেই দক্ষিণবঙ্গে, জানিয়েছে হাওয়া অফিস।

শীতের (Winter) আমেজে কিছুটা বাধা দিতে তৈরি নতুন ঘূর্ণিঝড় (Cyclone) ফেনজল। মেঘলা আকাশ উপকূল সংলগ্ন জেলায়। কলকাতা-সহ শহরতলির জেলাগুলিতেও খুব একটা বড় পারদ পতনের সম্ভাবনা এই মুহূর্তে নেই। ঘূর্ণিঝড়ের প্রভাবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনায় বৃষ্টি হতে পারে। তবে আগামী কয়েকদিনের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। উত্তরের পাঁচ জেলায় তীব্র কুয়াশার দাপট থাকবে।

বঙ্গোপসাগরের নিম্নচাপ আপাতত দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। পন্ডিচেরি থেকে ৬৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে এবং চেন্নাই থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণ পূর্বে তার বর্তমান অবস্থান। শনিবার স্থলভাগে প্রবেশ করবে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে, তবে আগামী দু দিনে প্রায় তিন ডিগ্রির মতো তাপমাত্রা বাড়বে।