Thursday, August 28, 2025

ফের একবার দিল্লির প্রশান্ত বিহারে বিস্ফোরণ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ৫টি ইঞ্জিন। আজ, বৃহস্পতিবার সকালে দিল্লির প্রশান্ত বিহার এলাকা থেকে একটি বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, প্রশান্ত বিহার এলাকায় পিভিআর-এর কাছে বিস্ফোরণটি ঘটে। বৃহস্পতিবার সকাল ১১.৪৮ মিনিটে প্রশান্ত বিহার থেকে বিস্ফোরণ সংক্রান্ত একটি ফোন পায় দমকলবাহিনী। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি ফায়ার সার্ভিস। ঠিক কী থেকে এমন বিস্ফোরণ সেটা যদিও জানা যায় নি। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। খবর দেওয়া হয়েছে ফরেন্সিক টিমকে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। যদিও আজ এই বিস্ফোরণের ফলে পুলিশ গোটা শহরে হাই অ্যালার্ট জারি করেছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে বিস্ফোরণটি একটি অপরিশোধিত বোমা ফেটে হয়েছে। বিস্ফোরণটি সিগারেটের অবশিষ্টাংশ পোড়ানোর ফলেও ঘটে থাকতে পারে।

প্রসঙ্গত, চলতি বছর অক্টোবর মাসেই বড়সড় বিস্ফোরণে কেঁপে ওঠে দিল্লির রোহিনী এলাকার প্রশান্ত বিহার। সাত সকালে বিকট শব্দ শোনা যায় এলাকায় আর তারপরেই গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়৷ নাশকতা নাকি দুর্ঘটনা সেই নিয়ে তদন্ত চলছিল। ছুটির দিন ছিল বলেই বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। সোমবার হলে পরিস্থিতি আরও অনেকটাই বিপজ্জনক হতে পারত বলে মনে করা হচ্ছে। সিআরপিএফ স্কুলের সামনে বোমা বিস্ফোরণ হয়। পুলিশ জানিয়েছে, একটি মিষ্টির দোকানের পাশে পার্কের সীমানা প্রাচীরের সামনে বিস্ফোরণ ঘটেছে। ঘটনাস্থল থেকে পাউডার জাতীয় কিছু পদার্থ মিলেছে। তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...
Exit mobile version