ফের একবার দিল্লির প্রশান্ত বিহারে বিস্ফোরণ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ৫টি ইঞ্জিন। আজ, বৃহস্পতিবার সকালে দিল্লির প্রশান্ত বিহার এলাকা থেকে একটি বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, প্রশান্ত বিহার এলাকায় পিভিআর-এর কাছে বিস্ফোরণটি ঘটে। বৃহস্পতিবার সকাল ১১.৪৮ মিনিটে প্রশান্ত বিহার থেকে বিস্ফোরণ সংক্রান্ত একটি ফোন পায় দমকলবাহিনী। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি ফায়ার সার্ভিস। ঠিক কী থেকে এমন বিস্ফোরণ সেটা যদিও জানা যায় নি। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। খবর দেওয়া হয়েছে ফরেন্সিক টিমকে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।
প্রসঙ্গত, চলতি বছর অক্টোবর মাসেই বড়সড় বিস্ফোরণে কেঁপে ওঠে দিল্লির রোহিনী এলাকার প্রশান্ত বিহার। সাত সকালে বিকট শব্দ শোনা যায় এলাকায় আর তারপরেই গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়৷ নাশকতা নাকি দুর্ঘটনা সেই নিয়ে তদন্ত চলছিল। ছুটির দিন ছিল বলেই বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। সোমবার হলে পরিস্থিতি আরও অনেকটাই বিপজ্জনক হতে পারত বলে মনে করা হচ্ছে। সিআরপিএফ স্কুলের সামনে বোমা বিস্ফোরণ হয়।