Wednesday, November 5, 2025

কত টাকার স্বাস্থ্যবিমা রয়েছে তাঁর? স্বাস্থ্য সাথীর অপব্যবহারে কড়া বার্তা দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী

Date:

সাধারণ মানুষের জীবনে স্বাস্থ্যবিমার গুরুত্ব এখন বহুল আলোচিত। এরাজ্যে সকলকে বিনামূল্যে স্বাস্থ্য বিমার সুযোগ দিতে স্বাস্থ্যসাথী প্রকল্প এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর নিজের শুধুমাত্র তিন লাখ টাকার স্বাস্থবিমা আছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার স্বাস্থ্যবিমা প্রকল্প নিয়ে বিধানসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। সেখানে কথা প্রসঙ্গে একথা জানান তিনি। স্বাস্থ্য সাথীর অপব্যবহার নিয়ে কঠোর বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন,‘‘আরজি করের ঘটনার সময় অনেকেই স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার করেছেন। আমাদের কাছে প্রমাণও রয়েছে। স্বাস্থ্যসাথী কার্ডের টাকা কিন্তু আমার-আপনার নয়। ওই টাকা জনগণের। জনগণের অর্থ যাঁরা নয়ছয় করেছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’’ এর পরই তাঁর সংযোজন, ‘‘সাধারণ মানুষের টাকা নয়ছয় করা যাবে না। কারণ, তাঁরা খুব কষ্ট করেন। এই তো আমার নামে শুধুমাত্র তিন লাখ টাকার একটি মেডিক্লেম রয়েছে।’’

এদিন বিধানসভায় তৃণমূল বিধায়ক সমীরকুমার জানা প্রশ্ন করেন, ২০২৩-২৪ অর্থবছরের স্বাস্থ্যসাথী প্রকল্পে মোট কত মানুষ উপকৃত হয়েছেন আর কত টাকা খরচ হয়েছে? জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ২০২৩-২৪ অর্থবর্ষে ২১ লক্ষ ২৭ হাজার ২৪৯ জন মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পে উপকৃত হয়েছেন। এজন্য ২ হাজার ৬৮৪ কোটি টাকা খরচ হয়েছে। আর শুরু থেকে এখনও পর্যন্ত মোট ৮০ লক্ষ ২৫ হাজার ৮৭৬ জন উপকৃত হয়েছেন। মোট ব্যয় করা টাকার অঙ্ক ১০ হাজার ৭১৯ কোটি।

আরও পড়ুন- সংসদে তৃণমূলের অবস্থান জানাবে সংসদীয় দল: স্পষ্ট করলেন দলনেত্রী মমতা

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version