Sunday, May 4, 2025

চিটফান্ডে প্রতারিতদের টাকা ফেরত দিতে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শৈলেন্দ্রপ্রসাদ তালুকদারের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল। এবার তার নেতৃত্বে এলেন হাইকোর্টের আর এক অবসরপ্রাপ্ত বিচারপতি। জানা গিয়েছে, অসুস্থতার কারণে বিচারপতি এসপি তালুকদার এই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। চিটফান্ড কমিটির নতুন চেয়ারম্যান করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে।

সারদা-সহ বিভিন্ন চিটফান্ড বা অর্থলগ্নি সংস্থার দ্বারা প্রতারিতদের টাকা ফেরত দেওয়ার বিষয়টি তদারকির জন্য এই কমিটি গঠন করেছিল কলকাতা হাইকোর্ট। অর্থলগ্নি সংস্থাগুলির সম্পত্তি নিলামে বিক্রি করে প্রতারিতদের টাকা ফেরত দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আদালত জানিয়েছিল, হাইকোর্টের তত্ত্বাবধানে কাজ করবে তালুকদার কমিটি। তবে সেই কমিটির কাজের খরচ বহন করবে রাজ্য সরকার।এরপর থেকে তালুকদার কমিটি অর্থলগ্নি সংস্থাগুলির সম্পত্তির মাধ্যমে টাকা ফেরানোর কাজ করে চলেছে। ইতিমধ্যে প্রতারিতদের অনেকে টাকা ফেরত পেয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। তবে কাজ আরও বাকি আছে।কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছেন। দায়িত্ব দেওয়া হয়েছে বিচারপতি সুব্রত তালুকদারকে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী বছরের ১ জানুয়ারি থেকে চিটফান্ড কমিটির চেয়ারম্যান পদে দায়িত্ব নেবেন বিচারপতি সুব্রত তালুকদার। উল্লেখ্য, গত কয়েক বছরে অনেকে টাকা ফেরত পেয়েছেন। আরও টাকা ফেরত দেওয়ার কাজ বাকি আছে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

Related articles

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...

হাতে তৈরি পেনের সম্ভার! শতাব্দী প্রাচীন ইতিহাস মনে করালো পেন উৎসব ২০২৫

বাঁশ বা খাগের শলাকা কেটে পেন বানিয়ে কালিতে ডুবিয়ে লেখার ইতিহাস তৈরি করেছিলেন প্রাচীন মিশরের (Egypt) মানুষ। আজ...

জেলেই চিন্ময়! অনির্দিষ্টকালের জন্য় পিছোলো জামিন শুনানি

বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে রেখেই কী সংখ্যালঘু প্রতিবাদীদের বার্তা দিতে চাইছে মহম্মদ ইউনূস প্রশাসন, রবিবার সেই...

কার থেকে কয়লার টাকা তোলেন অর্জুন সিং! মুখোশ খোলার হুঁশিয়ারি দিলীপের

কয়লা থেকে টাকা তোলার অভিযোগে বিরোধী দলনেতা নিত্যদিন সরব হয়েছেন। বিজেপি নেতা নেত্রীরা পশ্চিম বর্ধমান জেলায় বারবার এই...
Exit mobile version