Sunday, November 9, 2025

আর জি করের (R G Kar Medical College And Hospital) তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের চার্জশিট জমা আগেই দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার, আলিপুর আদালতে হাসপাতালের দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট জমা দিল CBI। প্রথম চার্জশিটে রয়েছে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)-সহ মোট পাঁচজনের নাম।

আর জি কর মেডিক্যাল কলেজে (R G Kar Medical College And Hospital) ডাক্তার-ছাত্রীর নৃশংস ধর্ষণ-খুনের ঘটনার তদন্তে নেমে অভিযোগ ওঠে হাসপাতালের দুর্নীতিরও। আদালতের নির্দেশে সেই ঘটনারও তদন্ত ভার গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। তদন্তে নেমে সন্দীপ ঘোষকে গ্রেফতার করে CBI। এর পরে বিপ্লব সিনহা, আফসার আলি এবং সুমন হাজরাও ধরা পড়েন। আফসর ছিলেন সন্দীপের নিরাপত্তারক্ষী। নানা হাসপাতালে চিকিৎসার সরঞ্জাম সরবরাহ করতেন বিপ্লবের সংস্থা। সুমন হাজরার ওষুধের দোকান। সেখানেও তল্লাশি চালানো হয়।

সন্দীপদের গ্রেফতারের পরে প্রায় তিনমাসের মধ্যে চার্জশিট পেশ করছে সিবিআই। ধৃতদের বিরুদ্ধে হাসপাতালে টেন্ডার দুর্নীতি, মেডিক্যাল বর্জ্য নিয়ে আর্থিক অনিয়ম, হাসপাতলের মর্গেও একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। তদন্তের পর পাঁচজন অভিযুক্ত ও তিনটি সংস্থার বিরুদ্ধে চার্জশিট দিতে চলেছে সিবিআই।








Related articles

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...
Exit mobile version