Wednesday, November 5, 2025

আরামবাগে ফার্মাসিস্টের প্রথম বর্ষের পরীক্ষায় দেদার টুকলি, পুলিশের জালে দালাল চক্র

Date:

আরামবাগে ফার্মাসিস্টের প্রথম বর্ষের পরীক্ষায় টুকলি ধরল পুলিশ। অভিযোগ, পরীক্ষার আগেই কলেজের বাইরে পাওয়া যাচ্ছে প্রশ্নের উত্তর। শুধু তাই নয়, কলেজ থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রীতিমতো মেশিন বসিয়ে উত্তরপত্র জেরক্স করা হচ্ছে বলে অভিযোগ।আবার তা চলে যাচ্ছে পরীক্ষার্থীদের কাছে।

মোটা অঙ্কের টাকার বিনিময়ে দালালরা এমন কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ।

যান নিট ফল, শুক্রবার রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। একদিকে এই ঘটনায় যারা যুক্ত তাদের ঘিরে বিক্ষোভ দেখানো হয়, অন্যদিকে অভিযুক্তদের ঘরের মধ্যে আটকে রাখে স্থানীয়রা।এই ঘটনাকে কেন্দ্র করে আরামবাগের চাঁদুর এলাকায় আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে ব্যাপক উত্তেজনা ছড়ায়।

এলাকার মানুষ বেশকয়েকজন দালালকে ঘিরে ফেলে। ক্যামেরা দেখেই তারা রুদ্ধশ্বাসে দৌড় শুরু করে। অনেকে আবার জঙ্গলের পথ ধরে পালিয়ে যায়। কলেজ চত্বরে বিভিন্ন জায়গায় পরীক্ষার আগেই অনেকের ফোনে প্রশ্ন চলে আসে বলে অভিযোগ। সেগুলি পরীক্ষার্থীরা টুকতে শুরু করেন। ক্যামেরা দেখেই সকলে দৌড় শুরু করেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এখানে অনেক টাকার রফা রয়েছে। তিনচার দিন ধরে এই ঘটনা চলছে। টাকার বিনিময়ে দালাল চক্র উত্তরপত্র বিক্রি করছে। ওই চক্রের বেশ কয়েকজনকে ঘরের মধ্যে আটকে রাখে স্থানীয়রা।

এই পরীক্ষা দিয়ে ফার্মাসিস্টের লাইসেন্স পাওয়া যায়। এরকম গুরুত্বপূর্ণ একটি বিষয়ের পরীক্ষায় এভাবে টুকে পাশ করার প্রক্রিয়া কীভাবে চলতে পারে, এমনকী স্থানীয় মানুষ পরীক্ষা বাতিলের দাবি জানান। জানা গিয়েছে, আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে পাঁচটি বেসরকারি ফার্মাসিস্ট কলেজের সিট পড়েছে। সেই পরীক্ষাতেই এভাবে অনিয়ম চলছে বলে অভিযোগ।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

‘অন্য বিয়ের’ কাহিনি!

ভালোবাসার অন্য রূপের সাক্ষী থাকল সুন্দরবনের(Sundarbon village) প্রত্যন্ত গ্রাম। বিবাহবন্ধনে (Maarriage) আবদ্ধ হলেন দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানা...

ফেনসিডিল’ বাজেয়াপ্তকে ঘিরে নদিয়ায় চরম উত্তেজনা, BSF – পুলিশ সংঘর্ষে মৃত ৩ পুলিশকর্মী

নদিয়ার চাপড়া এলাকায় নিষিদ্ধ কফসিরাপ ‘ফেনসিডিল’ বাজেয়াপ্তকে ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়ল বিএসএফ (BSF) এবং রাজ্য পুলিশ (WB Police)।...

ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র

ঐতিহাসিক ঘটনা নিউ ইয়র্ক(New York) সিটিতে। প্রথমবার মেয়র পদে নির্বাচিত হলেন ৩৪ বছরের ডেমোক্র্যাট প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত সংখ্যালঘু...

বুধের সকালে ভয়াবহ দুর্ঘটনা যোগীরাজ্যে, ট্রেন থেকে ভুল দিকে নামতে গিয়ে নিহত ৬

বুধবার সকালে উত্তর প্রদেশের মির্জাপুরে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ছয় জন নিহত হয়েছেন। সূত্রের খবর চুনার রেলওয়ে...
Exit mobile version