Friday, May 23, 2025

রাজ্যের আরও পাঁচ লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডারের আওতায়, বিধানসভায় ঘোষণা শশী পাঁজার

Date:

Share post:

বিধানসভার শীতকালীন অধিবেশনে বাংলার সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) নিয়ে বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার এই ঘোষণা করেছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। তিনি জানিয়েছেন, এ রাজ্যের আরও পাঁচ লক্ষ মহিলা ডিসেম্বর থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন।

পাথরপ্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানার প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, চলতি বছর জুন মাস পর্যন্ত রাজ্যে কত জন মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেয়েছেন। এই সুবিধা দিতে রাজ্য সরকারের কত খরচ হয়েছে, সে কথাও জানিয়েছেন ।

শুক্রবার শশী পাঁজা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আরও ৫ লক্ষ ৭ হাজার ২ জন মহিলার নাম অন্তর্ভুক্ত করা হবে। প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা ভোটের আগে চালু হয়েছিল বর্তমানে বাংলার সবচেয়ে জনপ্রিয় প্রকল্পটি। এরপর চলতি বছরে লোকসভা ভোটের আগে এই প্রকল্পে আর্থিক বরাদ্দ বাড়িয়েছিল রাজ্য সরকার।এই প্রকল্পে রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা রাজ্য সরকারের কাছে থেকে আর্থিক সহায়তা পান। রাজ্যে বসবাসকারী যে কোনও পরিবারের মহিলা সদস্য এই সুবিধা পেতে পারেন।
মন্ত্রী শশী বলেছেন, রাজ‍্যে ২ কোটি ১৫ লক্ষ ৮৮ হাজার ৭৭৫ জন মহিলা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পেয়েছেন ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, সেই মহিলাদের অনুদান দিতে ১৩,৫২৩.৮৮ কোটি টাকা খরচ হয়েছে রাজ্য সরকারের।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

spot_img

Related articles

বাংলার কনিষ্ঠ অঙ্গদাতা হয়ে ইতিহাস গড়ল ১২ বছরের উমাঙ্গ! 

'জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর'—এই প্রবাদকে সত্যি প্রমাণ করল কলকাতার এক ১২ বছরের কিশোর,...

চিপস চুরির অপবাদ! অপমানে আত্মঘাতী ছাত্র, উত্তাল পাঁশকুড়া

চিপস চুরির অপবাদ সহ্য করতে না পেরে আত্মঘাতী হল পাঁশকুড়ার এক সপ্তম শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায়...

নির্বাচন ঘিরে একগুচ্ছ প্রতিশ্রুতি দেবাশিসের নেতৃত্বাধীন শাসক গোষ্ঠীর

বেশ কয়েকদিন আগেই ইস্তেহার প্রকাশ করেছিল মোহনবাগানে(Mohunbagan) এই মুহূর্তে বিরোধি গোষ্ঠী। সৃঞ্জয় বোসরা(Srinjoy Bose) সেখানে নানান প্রতিশ্রুতির কথা...

অনুমতি ছাড়া কর আদায় নয়! কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, জারি নির্দেশিকাও 

ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় কোনও রকম সরকারি অনুমতি ছাড়া কর আদায় বন্ধ করতে কড়া নির্দেশ জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা...