Tuesday, August 12, 2025

শুক্রেও মুলতবি সংসদের দুই কক্ষ! কেন্দ্রকে দায়িত্ব মনে করাতে বাইরে বিক্ষোভ তৃণমূলের

Date:

Share post:

সংসদের শীতকালীন অধিবেশনের শুরু থেকে মুলতবি যেন একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। বিরোধী সংসদরা জনগণের ইস্যুতে সোচ্চার হলেই মুলতবি (adjourned) করে দেওয়া হচ্ছে লোকসভা (Loksabha) ও রাজ্যসভা (Rajyasabha)। এবার কেন্দ্রের বিজেপি সরকারকে তাঁদের দায়িত্ব মনে করিয়ে সংসদের বাইরে ব্যানার হাতে প্রতিবাদে শামিল তৃণমূল সংসদরা। সঙ্গী আপ সাংসদরাও।

বাংলার আবাস থেকে ১০০ দিনের কাজে কেন্দ্রের অনুদান বন্ধের বিরোধিতায় শামিল তৃণমূল। সেই সঙ্গে মনিপুরের (Manipur) মতো জ্বলন্ত ইসুতেও তারা প্রতিবাদের শামিল। কিন্তু তৃণমূলের দলীয় সিদ্ধান্ত কোনভাবেই সংসদের অধিবেশনকে ব্যাহত না করেই তাদের প্রতিবাদ জারি থাকবে দিল্লিতে। সেই মতো শুক্রবার সংসদ ভবনের বাইরে প্ল্যাকার্ড হাতে তাঁরা প্রতিবাদে সামিল হন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দাবি বিক্ষোভ প্রতিবাদ যা হবে তাতে কোনোভাবেই যেন উন্নয়ন না থমকে থাকে। তাই সংসদ ভবনের বাইরেই প্রতিবাদে শামিল তৃণমূল সাংসদরা।

দীর্ঘদিন ধরে বিরোধী শাসিত রাজ্যগুলিকে বিভিন্নভাবে বঞ্চিত করে এসেছে কেন্দ্রের বিজেপি সরকার। সংসদে সেই নিয়ে বারবার সরব বিরোধীদলের সংসদরা। জবাব চাওয়া হয়েছে নরেন্দ্র মোদী প্রশাসনের কাছে। সেই সঙ্গে অরাজকতা দেশের বিভিন্ন প্রান্তে। আমেরিকার অভিযোগের তিরে থাকা আদানীর (Adani) পক্ষ নিয়েছে বিজেপি। মনিপুরে হিংসা, দিল্লিতে বাড়তে থাকা অপরাধের ঘটনা। সংসদে বিরোধী সাংসদরা এই নিয়ে সরকারের জবাব দাবি করলেও উত্তর দিতে নারাজ বিজেপি। ফলে শুক্রবারও মুলতবি করে দেওয়া হয় লোকসভা (Loksabha) ও রাজ্যসভার (Rajyasabha) অধিবেশন।

spot_img

Related articles

ফাঁসির মঞ্চে প্রাণ দেওয়া ‘বসুকে’ ওরা ‘সিং’ বানাচ্ছে কেন? কড়া নিন্দা মুখ্যমন্ত্রীর

শহিদ ক্ষুদিরামের ফাঁসির রায়ের ঐতিহাসিক নথি হাতে পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। খতিয়ে দেখার পরেই তীব্র নিন্দা...

গুঞ্জনের সমাপ্তি, বিয়ের পিঁড়িতে ‘বাহুবলী’ প্রভাস!

প্রায় দুবছর ধরে বিয়ের গুঞ্জন চলার পর এবার কি দক্ষিণী সিনেপাড়ায় সানাইয়ের সুর? শোনা যাচ্ছে বিয়ে করতে চলেছেন...

সেপ্টেম্বরের শুরুতে সুপ্রিম কোর্টে ওবিসি শুনানি: আশ্বাস প্রধান বিচারপতির

সংরক্ষণের জটে বারবার রাজ্যের পঠন পাঠন থেকে নিয়োগকে থমকে যেতে হয়েছে। ওবিসি নিয়ে বারবার বিরোধীদের মামলা দায়ের করায়...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১২ অগাস্ট (মঙ্গলবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...