পদতলে ভারতের জাতীয় পতাকা! বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ঘটনায় গর্জে উঠলেন সৃজিত-জিতু-তসলিমা

ভারতের মান মর্যাদার প্রতীককে পদতলে রেখে বিকৃত সুখ খুঁজতে চাইছে বাংলাদেশ (Bangladesh)? প্রতিবেশী রাষ্ট্রের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (BEUT) ভারতের জাতীয় পতাকার অবমাননার ছবি দেখে এমন কথাই বলছেন সে দেশের লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)। বাংলাদেশের আপদে বিপদে পাশে থাকা দেশের জাতীয় পতাকাকে (Indian National Flag) পায়ে মাড়িয়ে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে প্রবেশ করছেন পড়ুয়ারা! ছবি প্রকাশ্যে আসতেই ঝাঁঝালো প্রতিবাদে সরব এপার বাংলা। গর্জে উঠলেন সৃজিত মুখোপাধ্যায়, জীতু কমলরা (Srijit Mukherji, Jeetu Kamal)।

বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা। ওপার বাংলার উত্তপ্ত পরিবেশে প্রথম থেকেই ইউনুস সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন তসলিমা। তাঁর কথায়, কোনও সুস্থ মস্তিষ্কের মানুষ বিশ্বের কোনও দেশের পতাকাকেই অবমাননা করতে পারে না। বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবীরা ভারতে পতাকাকে (Indian Flag) পায়ে মাড়িয়ে যে সুখ পাচ্ছে সেটা আসলে বিকৃত। বাংলাদেশ অসুস্থ অশিক্ষিত অপ্রকৃতস্থ লোকের দেশ হয়ে উঠছে বলেও জানিয়েছেন লেখিকা। সমাজমাধ্যমে তুমুল ভাইরাল হওয়া ছবিটি ঢাকার বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (BEUT)। সেখানে দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মাটিতে রাখা হয়েছে ভারতের পতাকা। যার উপর দিয়ে নির্দ্ধিধায় হেঁটে চলেছে সেখানকার পড়ুয়ারা। সেই ছবি শেয়ার করে জাতীয় পুরস্কার প্রাপ্তি পরিচালক সৃজিত মুখোপাধ্যায় লেখেন, ‘ধৈর্যের বাঁধ ভেঙেছে।’ লম্বা পোস্ট করেছেন ‘অপরাজিত’ অভিনেতা জিতু কমল। লিখেছেন, ‘এ কী রূপ তোমার! কার সম্বন্ধে এতকাল শুনে এসেছি। কাকে নিয়ে ভেবেছি,আনন্দ পেয়েছি! ভাবতাম, আমার পাশেই আমার বাড়ি। যার জাতীয় সংগীত হাঁ করে শুনি। ক্রিকেট মাঠে নিজের দেশ কোন টুর্নামেন্ট থেকে ছিটকে গেলে, পরবর্তীতে মন থেকে তোমাদের সাপোর্ট করে এসেছি। আর আজ কী রূপ তুমি দেখাচ্ছ!’ এর পাশাপাশি অভিনেতার সংযোজন কূটনীতি রাজনীতি বিশ্বব্যাপী চললেও, এই ফাঁদে পা দেবার বাংলাদেশের মানুষের উচিত হয়নি। সাবধান বাণী দিয়ে জিতু এও লেখেন যে, এইভাবে চলতে থাকলে দেড়শো কোটির ভারত আর সহ্য করবে না।

বাংলাদেশের সংখ্যালঘু মুখ সন্ন্যাসী চিন্ময় প্রভুকে গ্রেফতার করার পর থেকেই বাংলাদেশের অশান্তির ছবিটা জোরালো হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শুরু করে মন্দিরে আক্রান্ত হিন্দুরা। তার মাঝেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশপথে জাতীয় পতাকা রাখা এবং তা মাড়িয়ে পড়ুয়াদের ক্যাম্পাসে যাওয়ার ছবি দেখে গর্জে উঠেছেন টলিউড তারকারা।