Tuesday, August 12, 2025

দলবদল নিয়ে বড় পদক্ষেপ ফিফার, আনোয়ার ইস্যুতে স্বস্তিতে ইস্টবেঙ্গল

Date:

গতকাল আইএসএল-এ প্রথম জয় পেয়েছে ইস্টবেঙ্গল । আর তার পরেরদিনই ডিফেন্ডার আনোয়ার আলি ইস্যুতে স্বস্তিতে লাল-হলুদ ক্লাব। সম্প্রতি দলবদলের নিয়মে বড়সড় পদক্ষেপ আনতে চলেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। সম্প্রতি তাদের যে নির্দেশিকা প্রকাশিত হয়েছে, সেখানে দলবদল সম্পর্কিত বিবাদের প্লেয়ার স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আর সেই সুবাদেই আনোয়ার ইস্যুতে স্বস্তি ইস্টবেঙ্গল।

এ মরশুমেই ইস্টবেঙ্গলে সই করেন ভারতীয় দলের তারকা ডিফেন্ডার আনোয়ার আলি। তাঁর ট্রান্সফার নিয়ে ভারতীয় ফুটবলে শোরগোল পড়ে যায়। মোহনবাগান দাবি করে, আনোয়ার তাদের প্লেয়ার। ইস্টবেঙ্গলও একই দাবিতে অনড় থাকে। বিষয়টি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্টেটাস কমিটি কাছে যায়। তবে এর মধ্যে ফিফার নতুন সিদ্ধান্তে আপাতত স্বস্তিতে ইস্টবেঙ্গল।

আনোয়ার আলিকে প্রাথমিক ভাবে নির্বাসিত এবং জরিমানা করা হলেও পরে তাতে স্থগিতাদেশ দেয় দিল্লি হাইকোর্ট। এখনও তাঁকে নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। এতে অবশ্য খেলতে বাধা নেই আনোয়ারের। ইস্টবেঙ্গল জার্সিতে নিয়মিত খেলছেন লাল-হলুদ ডিফেন্ডার। এরই মাঝে আনোয়ার আলি ইস্যুতে বিরাট স্বস্তি ইস্টবেঙ্গলের।

ফুটবলারদের ট্রান্সফার ও স্ট্যাটাস সংক্রান্ত বিষয়ের নিয়মে পরিবর্তন আনতে চলেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। বর্তমানে সারা বিশ্বে চলা ফুটবলারদের ট্রান্সফার সংক্রান্ত যাবতীয় মামলায় স্থগিতাদেশ দিয়েছে ফিফা। ফলে আনোয়ার আলিকে নিয়ে আপাতত কোনও সিদ্ধান্ত নিতে পারবে না সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি। এর জেরে হাঁফ ছেড়ে বাঁচলেন ইস্টবেঙ্গল সমর্থকরা।

এই নিয়ে মুখ খুলেছেন রঞ্জিত বাজাজ । তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ আনোয়ার আলির ভক্ত ও নিন্দুকদের জন্য দারুণ খবর। ফিফা জানিয়ে দিয়েছে, তারা দলবদলের নিয়ম বদলাতে চলেছে। আনোয়ার আলির বিষয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আর কোনও সিদ্ধান্ত নিতে পারবে না। অন্তত যতক্ষণ না পরবর্তী নির্দেশিকা আসছে।“

প্রথম দিকে ইস্টবেঙ্গলে ধাতস্থ হতে অনেকটা সময় নেওয়া আনোয়ার এখন লাল-হলুদ ডিফেন্সের অন্যতম সেরা স্তম্ভ। দারুণ ছন্দে এই ডিফেন্ডার। শুধু তাই নয়, গোল করার ক্ষেত্রেও অনেক সময় বড় ভূমিকা নিচ্ছেন এই তারকা।

আরও পড়ুন- বৃষ্টির কারণে দ্বিতীয় টেস্টের আগে অনুশীলনে ধাক্কা ভারতীয় দলের

 

Related articles

দেবকে টক্করের বার্তা শিবপ্রসাদের, ‘ধূমকেতু’ মুক্তির দিনই ‘রক্তবীজ ২’ টিজার প্রকাশ

১৪ অগাস্ট মুক্তি পাচ্ছে 'ধূমকেতু'। দেব-শুভশ্রীর (Dev- Shubhashree Ganguly) মাখো মাখো প্রেমের ছবি নিয়ে হাইপ তুঙ্গে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের...

সাহস থাকলে লোকসভা ভেঙে দিয়ে দেশ জুড়ে SIR করুক বিজেপি : অভিষেক

ভোটার তালিকায় গরমিল থাকলে ভেঙে দিন লোকসভা, আগে বিজেপি মন্ত্রীরা পদত্যাগ করুন তারপর বিরোধীরা করবে। এরপর সারা দেশে...

বক্স অফিসে ব্যর্থ ভাইজান, ক্রিকেট মাঠেই লক্ষ্মীলাভের রাস্তা খুঁজছেন সলমন!

একের পর এক সিনেমা ফ্লপ হওয়ায় বক্স অফিসে গত কয়েকবছরে বড় লক্ষ্মী লাভের মুখ দেখেননি বলিউডের ভাইজান। তাই...

মুখ্যমন্ত্রীর নির্দেশে চাকলায় লোকনাথ মন্দির চত্বরের রাস্তা মেরামতির কাজ শুরু

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে শুরু হল চাকলা লোকনাথ মন্দির (Loknath Temple, Chakla) চত্বরের রাস্তা মেরামতির...
Exit mobile version