বিজিবিএসের প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রীর পাশে শিল্পদ্যোগী সৌরভ, ২৫০০ কোটি বিনিয়োগের আশ্বাস

২০২৫-এর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন(বিজিবিএস) । শুক্রবার আলিপুরের ‘সৌজন্য’ গৃহে বিজিবিএসের প্রস্তুতি বৈঠক ছিল। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রথম সারির শিল্পপতিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রাজ্যের ‘ব্র্যান্ডদূত’ হিসাবে বৈঠকে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তবে তিনি ছিলেন ‘শিল্পোদ্যোগী’ হিসাবেই। ছিলেন কলকাতার একাধিক দেশের দূতাবাসের কনসাল জেনারেলরাও।

এদিন সৌরভ জানিয়েছেন, তিনি তৃতীয় ইস্পাত কারখানা তৈরি করছেন বাংলায়। সেখানে ২৫০০ কোটি টাকা বিনিয়োগ করছেন। তবে সৌরভের বক্তব্য, এখানে যে মাপের শিল্পপতিরা রয়েছেন, তাদের তুলনায় তিনি কিছুই নয়!

উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে বিনিয়োগ টানতে মুখ্যমন্ত্রীর মাদ্রিদ সফরে সঙ্গী হয়েছিলেন সৌরভ। সেখানেই প্রথম বিনিয়োগের প্রসঙ্গ উত্থাপন করেন তিনি। এদিন নিজের ক্রিকেটজীবনের কথাও উল্লেখ করেন সৌরভ। বলেন, আমি চিরকাল মাঠে-ময়দানে খেলেছি। টেবিলের উল্টো দিকেই ছিলাম। সেই সূত্রেই পারিশ্রমিকের কথা বলতে গিয়ে উল্লেখ করেন আইপিএল প্রসঙ্গও। ভারতের প্রাক্তন অধিনায়কের কথায়, এখন তো সঞ্জীব গোয়েঙ্কা লখনউ সুপার জায়ান্টসের মালিক । দু’মাসের জন্য ঋষভ পন্থকে ২৭ কোটি টাকা দিচ্ছেন!এটা ভাল।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.