Sunday, November 9, 2025

গুজরাট থেকেই প্রতিরক্ষার তথ্য পাচার পাকিস্তানে! ধৃত যুবককে ঘিরে চাঞ্চল্য

Date:

নৌপথে মুম্বই (Mumbai) প্রবেশ করে বাণিজ্য শহরে ২৬/১১-র হামলা চালিয়েছিল পাকিস্তানের জঙ্গিরা। তারপরেও ভারতের নৌপথ আরব সাগরে (Arabian Sea) কতটা অরক্ষিত বারবার অনুপ্রবেশে প্রমাণিত হয়েছে। কিন্তু ভারতে বসে প্রতিরক্ষার তথ্য পাচার না হলে যে বিদেশি শক্তির পক্ষে আঁটঘাট বেঁধে হামলা চালানো সহজ নয়, তাও দাবি করেছে গোয়েন্দারা। সেই তথ্য যে প্রধানমন্ত্রীর নিজের রাজ্য গুজরাট থেকে ফাঁস হচ্ছিল, তার নজির রাখলেন এক যুবক। গুজরাট এটিএসের (ATS, Gujarat) হাতে গ্রেফতার যুবক তথ্য প্রতি মাত্র ২০০ টাকায় ভারতের প্রতিরক্ষার তথ্য পাচার করতেন পাক গুপ্তচরদের (spy) হাতে, দাবি গোয়েন্দাদের।

দীর্ঘদিন ধরে নৌবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানের (Pakistan) হাতে চলে যাচ্ছে এমন খবর আসে গুজরাট এটিএসের (ATS, Gujarat) কাছে। সাধারণ হোয়াটসঅ্যাপ (whatsapp) মেসেজের মাধ্যমেই সেই সব তথ্য পাকিস্তানের হাতে তুলে দেওয়া বলে জানতে পারে এটিএস। এরপরই তদন্তে নেমে সর্ষের মধ্যেই ভূত খুঁজে পায় তারা। গুজরাটের দ্বারকরা ওখা বন্দরের (Okha port) এক কর্মীকেই এই তদন্তে পাক গুপ্তচরের সঙ্গে যুক্ত থাকার অপরাধে গ্রেফতার করে এটিএস।

ভারতীয় নৌসেনার গোপণ ও গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানি গুপ্তচরের (Pakisatani spy) হাতে পাচার করতেন দীপেশ গোহিল নামে এক যুবক। তাকে গ্রেফতারের পরে জিজ্ঞসাবাদে উঠে আসে, ফেসবুকে তার সঙ্গে এক পাকিস্তানি গুপ্তচরের সঙ্গে আলাপ হয়। সে তথ্য প্রতি ২০০ টাকার বিনিময়ে ওখা বন্দরের (Okha port) ভারতীয় নৌসেনার (Indian Navy) জাহাজের খবর দাবি করে। টাকার লোভে সেই সব তথ্য হোয়াটসঅ্যাপে ওই পাক গুপ্তচরকে পাঠাতে শুরু করে দীপেশ। কখনও লিখিত তথ্য, কখনও ছবি তুলে সীমান্তের ওপারে পাঠাত সে। ভারতীয় নৌসেনার গোপণ সব তথ্য পাওয়া ওখা বন্দরের কর্মী দীপেশের হাতে আসা কঠিন ব্যাপার ছিল না। সেই সুযোগই কাজে লাগিয়েছে পাক গুপ্তচর, দাবি এটিএসে।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version