Friday, July 18, 2025

দেশের জনসংখ্যার বৃদ্ধির হার নিয়ে ‘উদ্বেগ’ প্রকাশ আরএসএস  প্রধান মোহন ভাগবতের (Mohan Bhagwat)। যে হারে দেশে জনসংখ্যা বাড়ছে তা সন্তোষজনক নয় বলেই দাবি আরএসএস (RSS) প্রধানের। তাঁর দাবি, কোনও জাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে জনসংখ্যা বৃদ্ধির হার (population growth rate) ২.১-এর বেশি হতে হবে। সেক্ষেত্রে ভারতের জন্মের হার ৩ হওয়া প্রয়োজন বলে তিনি দাবি করেন।

নাগপুরে (Nagpur) সংগঠনের একটি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে মোহন ভাগবত দাবি করেন, আধুনিক জনগণনা বিজ্ঞান অনুযায়ী যদি কোনও জাতির জনসংখ্যা বৃদ্ধির হার ২.১-এর নিচে নেমে যায় তবে সেই জাতির অস্তিত্ব বিপন্ন হয়। সেই জাতির অন্য কোনও সংকট (crisis) না থাকলেও সেই জাতি বিলুপ্ত হয়ে যায়। ভারতের জনসংখ্যার নীতি (population policy) ২০০২ সালে নেওয়া হয়েছিল। সেই অনুযায়ী দেখলেও ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ২.১-এর নিচে নামা উচিত নয়।

ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ‘কমে’ যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মোহন ভাগবত। তাঁর দাবি জনসংখ্যা বৃদ্ধির হার (population growth rate) ধরে রাখা একটি সন্তান হলে সম্ভব নয়। তাই সন্তান ২টি বা ৩টি হওয়া প্রয়োজন। বর্তমানে ভারতের জনসংখ্যা বিশ্বে সবথেকে বেশি। তা সত্ত্বেও জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ে সম্প্রতি নরেন্দ্র মোদির অর্থনৈতিক উপদেষ্টা সমিতির সদস্য শমিকা রবি উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি দাবি করেন দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কমছে। ইতিমধ্যেই দক্ষিণের একাধিক রাজ্য বেশি সন্তান ধারণের অনুরোধ করেছে। তারই মধ্যে চাঞ্চল্যকর দাবি মোহন ভাগবতের।

Related articles

আগ্রহ বাংলার স্বাস্থ্যব্যবস্থায়! মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে রাজ্যে ফিরতে চান প্রবাসী চিকিৎসকরা 

বাংলার স্বাস্থ্য ব্যবস্থা গোটা দেশকে পথ দেখাচ্ছে। তাই অগুনতি প্রবাসী-বাঙালি চিকিৎসক বাংলায় এসে স্বাস্থ্য পরিকাঠামোর আরও উন্নতি সাধনে...

স্বীকৃতি চেয়ে স্বামীর বাড়ির সামনে ধর্নায় যুবতী, চাঞ্চল্য শান্তিপুরে

ষাটের দশকের উত্তম-সুচিত্রার ‘হারানো সুর’-এ যেমন স্ত্রীর লড়াইয়ে ফিরে আসে স্বামীর স্মৃতি, তেমনই বাস্তব জীবনের এক অসামঞ্জস্যপূর্ণ ও...

কাঁথিতে বিজেপি বনাম বিজেপি! বেহাল রাস্তা ঘিরে পঞ্চায়েতে হাতাহাতি, চাঞ্চল্য এলাকায়

শাসকের বিরুদ্ধে লড়াইয়ের বদলে এবার নিজের দলের মধ্যেই তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জড়াল বিজেপি। বৃহস্পতিবার কাঁথির এক পঞ্চায়েতে রাস্তার দুরবস্থা-সহ...

‘এরপর কি সবাই আশাহত হলে বিচারপতিদের ছবি নিয়ে রাস্তায় নামবে?’ আদালত অবমাননার মামলায় ভর্ৎসনার শিকার চাকরিপ্রার্থীরা

'এরপর কি সবাই আশাহত হলে বিচারপতিদের ছবি নিয়ে রাস্তায় নামবে?' আদালত অবমাননার মামলায় বৃহস্পতিবার ঠিক এভাবেই ভর্ৎসনার শিকার...
Exit mobile version