Tuesday, November 4, 2025

বিধানসভায় শপথ গ্রহণ ছয় নির্বাচিত বিধায়কের, উপস্থিত রাজ্যপাল-মুখ্যমন্ত্রী

Date:

সোমবার প্রথা মেনে বিধানসভায় (Bidhansabha) শপথ নিলেন রাজ্যের ছয় নির্বাচিত তৃণমূল (TMC) বিধায়ক। দীর্ঘদিন পরে রাজ্যপালের সহযোগিতায় সুষ্ঠু পথে সম্পন্ন হল শপথ গ্রহণ প্রক্রিয়া। শপথ গ্রহণ করান রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

রাজ্যপালের (Governor) জেদ-জটিলতায় গত দুটি উপনির্বাচনে শপথ গ্রহণ দেরিতে হয়েছে। একদিকে নিজের উপস্থিত হননি রাজ্যপাল সি ভি আনন্দ বোস। অন্যদিকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) শপথ গ্রহণের জন্য় বারবার আমন্ত্রণ জানানোর সত্ত্বেও রাজ্যপাল চেষ্টা করেছিলেন শপথ গ্রহণে (oath taking) বাধা দেওয়ার। তবে এবার ছয় বিধায়কের শপথে অনেকটাই স্বাভাবিক পরিস্থিতি। ছয় বিধায়কের শপথ নিজেই গ্রহণ করাবেন বলে বিজ্ঞপ্তি জারি করেন। সেই মতো সোমবার বিধানসভায় তাঁকে উত্তরীয় পরিয়ে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উপস্থিত ছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

এদিনও বিধানসভায় অরাজকতা করার চেষ্টা করেন বিজেপি বিধায়করা। শপথ গ্রহণের আগে তীব্র হট্টগোল শুরু করেন বিধানসভার ভিতরে। নির্বাচনে জনসমর্থন না পেয়ে নির্বাচনকেই দোষ দেন বিরোধী দলনেতার (LOP) নেতৃত্বে বিজেপি (BJP) বিধায়করা। তবে তাতে ছয় বিধায়কের শপথ গ্রহণে কোনও বাধা সৃষ্টি হয়নি। একে একে সিতাইয়ের বিধায়ক পদে সংগীতা রায়, মাদারিহাটের বিধায়ক পদে জয়প্রকাশ টোপ্পো, নৈহাটির বিধায়ক পদে সনৎ দে, হাড়োয়ার বিধায়ক পদে রবিউল ইসলাম, মেদিনীপুরের বিধায়ক পদে সুজয় হাজরা ও তালডাংরার বিধায়ক পদে ফাল্গুনি সিংহবাবু শপথ নেন।

Related articles

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...

পাখির চোখ মহিলা ভোটব্যাঙ্ক: ক্ষমতায় এলে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি তেজস্বীর

পথিকৃত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন ভাবে দিচ্ছে দেশের অন্যান্য কয়েকটি রাজ্যের...
Exit mobile version