Tuesday, November 11, 2025

বিধানসভায় শপথ গ্রহণ ছয় নির্বাচিত বিধায়কের, উপস্থিত রাজ্যপাল-মুখ্যমন্ত্রী

Date:

সোমবার প্রথা মেনে বিধানসভায় (Bidhansabha) শপথ নিলেন রাজ্যের ছয় নির্বাচিত তৃণমূল (TMC) বিধায়ক। দীর্ঘদিন পরে রাজ্যপালের সহযোগিতায় সুষ্ঠু পথে সম্পন্ন হল শপথ গ্রহণ প্রক্রিয়া। শপথ গ্রহণ করান রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

রাজ্যপালের (Governor) জেদ-জটিলতায় গত দুটি উপনির্বাচনে শপথ গ্রহণ দেরিতে হয়েছে। একদিকে নিজের উপস্থিত হননি রাজ্যপাল সি ভি আনন্দ বোস। অন্যদিকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) শপথ গ্রহণের জন্য় বারবার আমন্ত্রণ জানানোর সত্ত্বেও রাজ্যপাল চেষ্টা করেছিলেন শপথ গ্রহণে (oath taking) বাধা দেওয়ার। তবে এবার ছয় বিধায়কের শপথে অনেকটাই স্বাভাবিক পরিস্থিতি। ছয় বিধায়কের শপথ নিজেই গ্রহণ করাবেন বলে বিজ্ঞপ্তি জারি করেন। সেই মতো সোমবার বিধানসভায় তাঁকে উত্তরীয় পরিয়ে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উপস্থিত ছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

এদিনও বিধানসভায় অরাজকতা করার চেষ্টা করেন বিজেপি বিধায়করা। শপথ গ্রহণের আগে তীব্র হট্টগোল শুরু করেন বিধানসভার ভিতরে। নির্বাচনে জনসমর্থন না পেয়ে নির্বাচনকেই দোষ দেন বিরোধী দলনেতার (LOP) নেতৃত্বে বিজেপি (BJP) বিধায়করা। তবে তাতে ছয় বিধায়কের শপথ গ্রহণে কোনও বাধা সৃষ্টি হয়নি। একে একে সিতাইয়ের বিধায়ক পদে সংগীতা রায়, মাদারিহাটের বিধায়ক পদে জয়প্রকাশ টোপ্পো, নৈহাটির বিধায়ক পদে সনৎ দে, হাড়োয়ার বিধায়ক পদে রবিউল ইসলাম, মেদিনীপুরের বিধায়ক পদে সুজয় হাজরা ও তালডাংরার বিধায়ক পদে ফাল্গুনি সিংহবাবু শপথ নেন।

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version