Saturday, November 29, 2025

আচমকা স্বেচ্ছাবসরের ঘোষণা ‘টুয়েলভথ ফেল’ অভিনেতার! তড়িঘড়ি বিক্রান্তের ছবি দেখলেন মোদি

Date:

Share post:

কফি শপে কাজ করে পেট চালানো থেকে শৌচালয়ের লাইনে প্রথম কাজের অফার পাওয়া বলিউড অভিনেতা বিক্রান্ত মাসে (Vikrant Massey) হঠাৎ করেই অবসরের কথা ঘোষনা করলেন। ‘টুয়েলফ্থ ফেল’ থেকে ‘দ্য সবরমতী রিপোর্ট’-এর মতো ছবি মুক্তি পাওয়ার পরপরই ৩৭ বছরের অভিনেতার এহেন সিদ্ধান্তে চমকে উঠেছেন তাঁর অনুরাগীরা। আর ঠিক এমন সময়ে বিক্রান্ত অভিনীত সিনেমা দেখার সিদ্ধান্ত ভারতের প্রধানমন্ত্রীর।

 

রবিবাসরীয় রাতে সমাজ মাধ্যমে স্বেচ্ছাবসরের কথা জানান বিক্রান্ত। টেলিভিশনের জনপ্রিয় মুখ থেকে বড় পর্দার এক্সপেরিমেন্টাল ভার্সেটাইল অভিনেতা হয়ে ওঠা নায়কের এই সিদ্ধান্তে চমকে ওঠে নেটপাড়া। ছোট পর্দার অভিনেতার বলিউড সফর শুরু হয় ‘লুটেরা’ সিনেমা দিয়ে। ছপাক-এ দীপিকা পাড়ুকোনের সঙ্গে এবং কঙ্কনা সেনশর্মার আ ডেথ ইন দ্য গঞ্জ-এ তাঁর অভিনয় ছিল প্রশংসনীয়।ওটিটি প্ল্যাটফর্মে পা রেখে একের পর এক হিট সিরিজ যেমন, মির্জাপুর, ব্রোকেন বাট বিউটিফুল এবং ক্রিমিনাল জাস্টিস-এ সকলের নজর কাড়েন তিনি। পৌঁছে যান অভিনয়ের এক নতুন উচ্চতায়। ক্যারিয়ারের মধ্য গগনে থাকার সময় আচমকা সবকিছু থেকে দূরে চলে যাওয়া কি কোনও বিশেষ কারণে নাকি অভিমানে? অভিনেতা অবশ্য বলছেন, এই মুহূর্তে হাতে কাজের কোন অভাব নেই। ইন্ডাস্ট্রির কারোর প্রতি কোন অভিযোগও নেই। কিন্তু পরিবারের প্রতি তাঁর একটা দায়িত্ব আছে। বাবা এবং স্বামীর কর্তব্য সঠিকভাবে পালন করার জন্যই লাইট-ক্যামেরা- অ্যাকশনের জগৎ থেকে দূরে সরে যেতে চাইছেন তিনি। যেদিন অভিনেতা এই কথা জানাচ্ছেন, সেদিনই আবার নতুন সংসদ ভবনে বালযোগী প্রেক্ষাগৃহে ৪টে নাগাদ ‘দ্য সবরমতী রিপোর্ট’ দেখানো হচ্ছে। এখানে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। গোধরা-কাণ্ডের প্রেক্ষাপটে তৈরি এই সিনেমায় সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত। গুণী অভিনেতার এত তাড়াতাড়ি ইন্ডাস্ট্রিকে বিদায় জানানোর সিদ্ধান্তে মন খারাপ ফ্যানেদের।


spot_img

Related articles

ভারত-মায়ানমার সীমান্তে ফের অনুপ্রবেশের চেষ্টা! আহত ৪ জওয়ান

উত্তর-পূর্ব ভারতের সীমান্ত এলাকা ও শান্তি প্রতিষ্ঠা নিয়ে যে কেন্দ্রের বিজেপি সরকার লাগাতার নীরব দর্শকের ভূমিকা পালন করে...

শরৎ সাহিত্যে মন সৃজিতের, প্রথমবার কাজ মিমির সঙ্গে

'লহ গৌরাঙ্গের নাম রে' সিনেমার প্রমোশনের মাঝেই নতুন ছবির ঘোষণা করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। চৈতন্য জীবনলীলার...

অশান্তির আশঙ্কায় এসআইআরের খসড়া প্রকাশের আগেই সতর্ক লালবাজার

আগামী ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন। যেভাবে নির্বাচন কমিশন (Election Commission of India) বিজেপির অঙ্গুলি হিলনে...

সম্পর্ক জোড়া লাগাতে চাইছেন পলাশ-স্মৃতি!ছবি বদলে বিশেষ ইঙ্গিত

দীর্ঘ ছ বছর ধরে ডিসটেন্স রিলেশনশিপে থাকার পর বিয়ের দিন আচমকা ছন্দপতন। ছাদনাতলায় পৌঁছনোর আগেই বিয়ে অনির্দিষ্টকালের জন্য...