Thursday, August 21, 2025

সমগ্র শিক্ষা অভিযানে বরাদ্দ কমিয়েছে কেন্দ্র! অভিষেকের প্রশ্নে পর্দা ফাঁস মোদি সরকারের

Date:

বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বাংলাকে বঞ্চনা করছে মোদি সরকার, এই ঘটনা নতুন নয়৷ একের পর এক প্রকল্পে বাংলার ন্যায্য পাওনা বিপুল অঙ্কের টাকা বকেয়া রাখা হচ্ছে সেই উদাহরণও প্রচুর৷ এর বিরুদ্ধে বারংবার প্রতিবাদ জানিয়েছে রাজ্যের শাসক দল৷ বকেয়া টাকা প্রদানের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে৷ দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময়ে এই পাওনা টাকার দাবিতে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী৷ এত কিছুর পরেও বাংলাকে বঞ্চনার রাস্তা থেকে যে সরছে না মোদি সরকার, তার প্রমাণ মিলেছে সোমবার৷

সোমবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিখিত প্রশ্নের জবাবে লোকসভায় যে সরকারি পরিসংখ্যান পেশ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধারী, তাতে আরও একবার স্পষ্ট হয়েছে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার বিষয়টি৷ মোদি সরকারের পেশ করা এই পরিসংখ্যানেই দেখা যাচ্ছে সমগ্র শিক্ষা অভিযানে বাংলার জন্য বরাদ্দ কেন্দ্রীয় টাকার পরিমাণ কমানো হয়েছে৷ এই প্রকল্পে ২০২৩-২৪ অর্থ বর্ষে বাংলার জন্য বরাদ্দ হয়েছে ১৭৬৭.৪৮ কোটি টাকা৷ এর আগের অর্থ বর্ষে বাংলার জন্য বরাদ্দ ছিল ১৭৭৩.৩৮ কোটি টাকা, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে জানান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী৷ কিসের ভিত্তিতে বরাদ্দ টাকা কমানো হচ্ছে, কেন এই প্রকল্পের খাতে বরাদ্দ টাকা পশ্চিমবঙ্গকে দেওয়া হচ্ছে না, লোকসভায় লিখিত প্রশ্নের মাধ্যমে সরকারের কাছে জানতে চেয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তাঁর এই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি মোদি সরকারের মন্ত্রী৷

আরও পড়ুন- পড়ুয়াদের পাতে পুষ্টি পৌঁছে দিতে উদ্যোগ! মিড ডে মিলে অর্থ বরাদ্দ রাজ্যের

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version