দেশে হৃদরোগে মৃত্যু বেশি। ২০২২ সালে দেশে মৃত্যুর ১৯.৪৫ শতাংশ ঘটেছে এই রোগে। ২০২১ সালের তুলনায় মৃত্যু সামান্য কমলেও এটিকে দেশে মৃত্যুর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। হার্ট অ্যাটাকে গ্রামের তুলনায় শহরে বেশি মানুষ মারা যান। শহরে মৃত্যু ২৪.০৯ এবং গ্রামে হার্ট অ্যাটাকে মৃত্যু ১৫.০৭ শতাংশ।বিশেষজ্ঞরা বলছেন, তামাকের ব্যবহার, ওবিসিটি বেড়ে যাওয়া, ট্রান্সফ্যাট, লবণ বেশি খাওয়া এবং বায়ুদূষণের কারণে দেশে হৃদরোগ বাড়ছে। তারা জানান, আগে বয়স্করা হৃদরোগে আক্রান্ত হলেও এখন তরুণরাও আক্রান্ত হচ্ছেন। এমনকি শিশুরাও হৃদরোগে মারা যাচ্ছে। বিশেষজ্ঞরা নিয়মিত হার্ট চেকআপ করার ব্যাপারে জোর দিয়েছেন। কারণ হার্ট অ্যাটাকে মৃত্যুঝুঁকি অনেক বেশি।

এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স সমীক্ষায় বলা হচ্ছে, বায়ুদূষণের কারণে শহরের নাগরিকরা গড়ে আট বছরের বেশি আয়ু হারাচ্ছে। দ্রুত বর্ধনশীল নগরায়ণ ও শিল্পায়নের ফলে তৈরি বায়ু ও প্লাস্টিক দূষণের কারণে নগরবাসী মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে।


