Saturday, January 31, 2026

৫৬ হাজার কিলোমিটার বেগে পৃথিবীর বুকে আছড়ে পড়ল গ্রহাণু, কী ঘটল তারপর?

Date:

Share post:

পৃথিবীর দিকে তীব্র গতিতে ধেয়ে আসছিল গ্রহাণুটি (Asteroid)। আশঙ্কা ছিল পৃথিবীতেই (Earth) আছড়ে পড়তে চলেছে। সেই আশঙ্কাই সত্যি হল। বুধবার ভোর ৪টে ১৫ মিনিট নাগাদ আছড়ে পড়ল পৃথিবীর বুকেই। মহাশূন্য থেকে ধেয়ে আসা আগুনের গোলা চোখের নিমেষে আঘাত করল পৃথিবীকে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।

মঙ্গলবার রাতে ১টা ১৫ মিনিট নাগাদ রাশিয়ার ইয়াকুতিয়ার আকাশে বিস্ফোরিত হয় গ্রহাণুটি। তা আবিষ্কারের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করল। সাইবেরিয়ায় রাতের আকাশে দেখা যায় দৈত্যাকার আগুনের গোলাটি। তারপর সাইবেরিয়া বনাঞ্চলে তা আছড়ে পড়ে। গ্রহাণুটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একাধিক খণ্ডে বিভক্ত হয়ে যায়। ফলে বনাঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে ছোট ছোট পাথর। আকার এবং অবস্থানের কারণেই এ যাত্রায় বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পায় পৃ-পৃথিবী। বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্রহাণুটি ৭০ সেমি ব্যাসের। তার ফলে বিশেষ ক্ষতি হয়নি সিওডব্লুইপিসি-৫ নামে গ্রহাণুটির পতনে।

সম্প্রতি ২০২২ডব্লুজে, ২০২৩সিএক্সআই, ২০২৪বিএক্সআই নামের তিনটি গ্রহাণু একইভাবে আছড়ে পড়েছিল। সেক্ষেত্রেও কোনও বিপদ ঘটেনি।এবার পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তীব্র আলো এবং তাপের ফলে আগুনের গোলায় পরিণত হয়। এই দৃশ্যটি রাশিয়ার ইয়াকুটস্ক, দুদিঙ্কা, মিরনি, নরিলস্কের আকাশে দেখা যায়। নাসা নিয়মিতই এই ধরনের গ্রহাণুর গতিবিধি নিরীক্ষণ করে। বিজ্ঞানীরা পৃথিবীর কাছাকাছি এসে পড়া গ্রহাণুকে ধাক্কা মেরে অভিমুখ বদলের পরিকল্পনা করে রেখেছে। কিন্তু এবারের গ্রহাণুটির ক্ষেত্রে সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। গ্রহাণুটি আবিষ্কারের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়ে আগুনের গোলায় পরিণত হয়। তারপর সেকেন্ডে ১৫.৫ কিলোমিটার বা ঘণ্টায় ৫৬ হাজার কিলোমিটার বেগে পৃথিবীর বুকে আছড়ে পড়ে।পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার কয়েক ঘন্টা আগে ইউনিভার্সিটি অফ অ্যারিজোনার বোক টেলিস্কোপ ও নাসার ক্যাটালিনা স্কাই সার্ভের সাহায্যে আবিষ্কার করা হয়। এটি পৃথিবীতে পৌঁছালেই পুড়ে ভেঙে যাবে বলে নিশ্চিত হওয়ার পর তা রোখার বা অভিমুখ বদলের কোনও পরিকল্পনা করা হয়নি বলে জানিয়েছে নাসা। নাসার জেট প্রপালশন ল্যাবের সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজের পক্ষ থেকে জানানো হয়েছে, সঠিক সময়ে গ্রহাণুটি শনাক্ত ও ট্র্যাক করা হয়।

আরও পড়ুন- স্বর্ণমন্দিরে চলল গুলি! পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে প্রাণঘাতী হামলা


spot_img

Related articles

সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার ভাবনা আলিয়ার!

ইন্সটা হ্যান্ডেল থেকে আগেই সরিয়ে ফেলেছেন মেয়ের ছবি, এবার সমাজমাধ্যম থেকে নিজেকে দূরে সরানোর ভাবনা চিন্তা করছেন আলিয়া...

ধর্ম খুঁজে হামলা বিজেপি রাজ্যে: স্বরাষ্ট্র মন্ত্রীর হস্তক্ষেপ দাবি কাশ্মীরের ছাত্র সংগঠনের

সাম্প্রদায়িক বিভাজন যে বিজেপির দেশ চালানোর একটি বড় এজেন্ডা, তা বারবার তুলে ধরেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলার...

আনন্দপুরের গোডাউনে আগুন লাগার ঘটনায় বারুইপুর এসপির নেতৃত্বে SIT গঠন

সাধারণতন্ত্র দিবসের আগের রাতে আনন্দপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে আগুন (Nazirabad Godown fire) লাগার ঘটনায় এবার ৫ সদস্যের সিট...

আইএসএলের আগে মাঝমাঠের শক্তি বাড়াল ইস্টবেঙ্গল

দুয়ারে আইএসএল। জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল(East Bengal)। আইএসএল শুরুর আগে দলের মাঝমাঠকে আরও শক্তিশালী করল...