Thursday, December 18, 2025

৫৬ হাজার কিলোমিটার বেগে পৃথিবীর বুকে আছড়ে পড়ল গ্রহাণু, কী ঘটল তারপর?

Date:

Share post:

পৃথিবীর দিকে তীব্র গতিতে ধেয়ে আসছিল গ্রহাণুটি (Asteroid)। আশঙ্কা ছিল পৃথিবীতেই (Earth) আছড়ে পড়তে চলেছে। সেই আশঙ্কাই সত্যি হল। বুধবার ভোর ৪টে ১৫ মিনিট নাগাদ আছড়ে পড়ল পৃথিবীর বুকেই। মহাশূন্য থেকে ধেয়ে আসা আগুনের গোলা চোখের নিমেষে আঘাত করল পৃথিবীকে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।

মঙ্গলবার রাতে ১টা ১৫ মিনিট নাগাদ রাশিয়ার ইয়াকুতিয়ার আকাশে বিস্ফোরিত হয় গ্রহাণুটি। তা আবিষ্কারের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করল। সাইবেরিয়ায় রাতের আকাশে দেখা যায় দৈত্যাকার আগুনের গোলাটি। তারপর সাইবেরিয়া বনাঞ্চলে তা আছড়ে পড়ে। গ্রহাণুটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একাধিক খণ্ডে বিভক্ত হয়ে যায়। ফলে বনাঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে ছোট ছোট পাথর। আকার এবং অবস্থানের কারণেই এ যাত্রায় বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পায় পৃ-পৃথিবী। বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্রহাণুটি ৭০ সেমি ব্যাসের। তার ফলে বিশেষ ক্ষতি হয়নি সিওডব্লুইপিসি-৫ নামে গ্রহাণুটির পতনে।

সম্প্রতি ২০২২ডব্লুজে, ২০২৩সিএক্সআই, ২০২৪বিএক্সআই নামের তিনটি গ্রহাণু একইভাবে আছড়ে পড়েছিল। সেক্ষেত্রেও কোনও বিপদ ঘটেনি।এবার পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তীব্র আলো এবং তাপের ফলে আগুনের গোলায় পরিণত হয়। এই দৃশ্যটি রাশিয়ার ইয়াকুটস্ক, দুদিঙ্কা, মিরনি, নরিলস্কের আকাশে দেখা যায়। নাসা নিয়মিতই এই ধরনের গ্রহাণুর গতিবিধি নিরীক্ষণ করে। বিজ্ঞানীরা পৃথিবীর কাছাকাছি এসে পড়া গ্রহাণুকে ধাক্কা মেরে অভিমুখ বদলের পরিকল্পনা করে রেখেছে। কিন্তু এবারের গ্রহাণুটির ক্ষেত্রে সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। গ্রহাণুটি আবিষ্কারের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়ে আগুনের গোলায় পরিণত হয়। তারপর সেকেন্ডে ১৫.৫ কিলোমিটার বা ঘণ্টায় ৫৬ হাজার কিলোমিটার বেগে পৃথিবীর বুকে আছড়ে পড়ে।পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার কয়েক ঘন্টা আগে ইউনিভার্সিটি অফ অ্যারিজোনার বোক টেলিস্কোপ ও নাসার ক্যাটালিনা স্কাই সার্ভের সাহায্যে আবিষ্কার করা হয়। এটি পৃথিবীতে পৌঁছালেই পুড়ে ভেঙে যাবে বলে নিশ্চিত হওয়ার পর তা রোখার বা অভিমুখ বদলের কোনও পরিকল্পনা করা হয়নি বলে জানিয়েছে নাসা। নাসার জেট প্রপালশন ল্যাবের সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজের পক্ষ থেকে জানানো হয়েছে, সঠিক সময়ে গ্রহাণুটি শনাক্ত ও ট্র্যাক করা হয়।

আরও পড়ুন- স্বর্ণমন্দিরে চলল গুলি! পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে প্রাণঘাতী হামলা


spot_img

Related articles

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...

যোগী রাজ্যে বাতিল ম্যাচ, সমালোচনার মুখে বিসিসিআই

প্রতিকূল আবহাওয়ার কারণে লখনউতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India and South Africa )চতুর্থ টি২০ ম্যাচ ভেস্তে গেল।  গোটা...