রোহিতদের অনুশীলনে ব্যাঘাত, সমর্থকদের প্রবেশ নিষিদ্ধ করল বিসিসিআই

জানা যাচ্ছে, অ্যাডিলেডে ভারতের অনুশীলনের সময় প্রায় ৩ হাজার দর্শক স্টেডিয়ামে ছিলেন।

ভারতীয় দলের অনুশীলনে সমর্থকদের প্রবেশ নিষিদ্ধ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। এই মুহুর্তে দ্বিতীয় টেস্টের প্রস্তুতিতে ব্যস্ত টিম ইন্ডিয়া। আর সেই প্রস্তুতির মাঝেই ক্রিকেটারদের উস্কানি সমর্থকদের। যার জেরে শেষ পর্যন্ত অনুশীলনে সমর্থকদের নিষিদ্ধ করে দিল বিসিসিআই।

জানা যাচ্ছে, অ্যাডিলেডে ভারতের অনুশীলনের সময় প্রায় ৩ হাজার দর্শক স্টেডিয়ামে ছিলেন। অনুশীলনের সময় ভারতীয় দলের কোনও একজন ক্রিকেটারের শরীর নিয়ে কটাক্ষ করেছে সমর্থক। সেই সঙ্গে তাঁরা রোহিত শর্মা এবং ঋষভ পন্থকে ছক্কা মারার জন্য জোর করছিলেন, যা ভারতের অনুশীলনে ব্যাঘাত ঘটায়। এই নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেন, “খুব খারাপ অবস্থা। অস্ট্রেলিয়ার অনুশীলনের সময় ৭০ জনের বেশি দর্শক ছিল না। ভারতের সময় সেটাই ৩ হাজার হয়ে যায়। কেউ ভাবেনি এত দর্শক অনুশীলনে থাকবে। সমর্থকদের চাপে বিরাট কোহলি-শুভমান গিলরা রীতিমতো কঠিন পরিস্থিতিতে পড়ে গিয়েছিলেন। অন্য একজন ক্রিকেটারের শরীরের গড়ন নিয়ে টিটকিরি দেওয়া হয়েছে। এরপরই অনুশীলনে সমর্থকদের ওই ব্যবহারের পরই ভারতীয় বোর্ডের তরফে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে অভিযোগ জানানো হয়।“ বিসিসিআইয়ের অনুরোধের পর ক্রিকেট অস্ট্রেলিয়া ভারতীয় দলের অনুশীলনে সমর্থক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।

আরও পড়ুন- সংযুক্ত আরব আমিরশাহিকে ১০ উইকেটে হারিয়ে অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারত