Monday, August 25, 2025

দেখা দুই বন্ধুর, জোর করেই কাম্বলির হাত ছাড়ালেন সচিন, ভাইরাল ভিডিও

Date:

দুজনের ক্রিকেটের শুরু একেই সঙ্গে। রমাকান্ত আচরেকরের কোচিং থেকে জাতীয় দল। একই সঙ্গে শুরু দু’জনের । তাদের বন্ধুত্বের কথা আজও মধুর। কিন্তু সময়ের কালে একজন ক্রিকেট থেকে হারিয়ে গেলেও, আরেকজন হয়েছে কিংবদন্তি। যাদের কথা বলা হচ্ছে তারা হলেন সচিন তেন্ডুলকর আর বিনোদ কাম্বলি। এককালের বন্ধুত্ব সবার মুখে মুখে থাকলেও, তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই বন্ধুত্বে খানিক চিড় ধরেছে। তবে এখনও পরস্পরের সঙ্গে দেখা হলে আবেগপ্রবণ হয়ে পড়েন দুজনই। আর সেই দৃশ্যই যেন মঙ্গল্বার আবার দেখা গেল। বন্ধু সচিনকে দেখে আবেগপ্রবণ হয়ে উঠলেন কাম্বলি।

কোচ রমাকান্ত আচরেকরের স্মৃতিসৌধ উদ্বোধনের অনুষ্ঠানে গিয়েছিলেন সচিন-কাম্বলি। সেখানেই দেখা গেল সচিন-কাম্বলির সাক্ষাৎ। যা ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এদিন সোশ্যাল মিডিয়ায় যে ছবি দেখা যাচ্ছে, তাতে বয়সের ভারে যেন কাবু কাম্বলি। গাল ভর্তি সাদা দাড়ি। মঞ্চে উঠে কাম্বলির প্রতি সৌজন্য দেখান সচিন। আর তখনই বন্ধু সচিনের হাত শক্ত করে ধরেন ছোটবেলার বন্ধু। সেহাত যেন আর ছাড়তেই চাইছেন না। একপ্রকার জোর করেই বন্ধুর হাত ছাড়িয়ে নিজের আসনে এসে বসেন লিটল মাস্টার। এই ছবি নিমিষেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা দেখে নেটিজেনদের অনেকেরই দাবি, কাম্বলির আচরণ খানিকটা যেন অপ্রকৃতিস্থ। জানা যাচ্ছে, অনুষ্ঠানে গানও গান কাম্বলি। যা শুনে হাততালি দেন সচিন।

আরও পড়ুন- অনুশীলনে পায়ে ব্যান্ডেজ বিরাটের, অ্যাডিলেড টেস্টে খেলবেন কোহলি ?


Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version