আমডাঙায় গ্যাসের গোডাউনে ভয়াবহ আগুন, বহুদূর ছিটকে পড়ল সিলিন্ডার

0
2
প্রতীকী ছবি

উত্তর চব্বিশ পরগণার আমডাঙায় গ্যাসের গোডাউনে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। আগুনের জেরে ঘনঘন বিস্ফেরণের শব্দ কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে এসে মাঠে আশ্রয় নেন। খবর পেয়ে আমডাঙা থানার পুলিশ ও দমকল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এখনও পর্যন্ত ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

উলুডাঙা এলাকায় জাতীয় সড়কের ধারে একটি গোডাউনে ভয়াবহ আগুন লাগে বৃহস্পতিবার দুপুরে। সঙ্গে সঙ্গে শুরু হয় একের পর এক বিস্ফোরণ। এক একটি গ্যাসের সিলিন্ডার ফেটে বিভিন্ন এলাকায় ছিটকে পড়তে থাকে। আতঙ্কে এলাকার মানুষ ঘর ছেড়ে ফাঁকা মাঠে এসে দাঁড়ান। কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয় ৩৪ নম্বর জাতীয় সড়কে।

এরপরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল। তাঁদের দেখে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের দাবি, এই গোডাউনটিকতে বেআইনিভাবে গ্যাসের সিলিন্ডার মজুত করা হত। প্রাথমিকভাবে পুলিশও দাবি করে সেখানে বেআইনিভাবে গ্যাস লোডিং হত। গোডাউনেরও কোনও বৈধ কাগজ পাওয়া যায়নি বলে পুলিশ জানায়। কীভাবে ওই গোডাউন চলত তার তদন্ত শুরু করেছে পুলিশ, জানান হাবড়ার এসডিপিও প্রসেনজিৎ দাস। প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বিভাগ। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।