Thursday, August 28, 2025

আগামিকাল অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে ভারতীয় দল। বর্ডার-গাভাস্কর ট্রফির প্রথম টেস্ট পারথে দাপুটে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। পারথ টেস্টে দ্বিতীয় ইনিংসে ওপেন করতে নেমে ব্যাট হাতে দাপট দেখিয়েছিলেন যশস্বী জসওয়াল-কে এল রাহুল। প্রথম টেস্টে রোহিত শর্মা না থাকায় যশস্বীর সঙ্গে ওপেন করতে নেমেছিলেন রাহুল। এবার দ্বিতীয় টেস্টে ফিরেছেন রোহিত। তবে অ্যাডিলেডে ওপেন কে করবেন ? উঠছে সেই প্রশ্ন। আর এই নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। জানালেন ওপেন করবেন রাহুলই।

এদিন সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, “ বাড়িতে বসে ছেলেকে কোলে নিয়ে রাহুলের ব্যাটিং দেখছিলাম। অসাধারণ খেলেছে ও। তাই এই মুহূর্তে ওর ব্যাটিং পজিশন বদলানোর কোনও দরকার নেই। রাহুলই ওপেন করার যোগ্য ক্রিকেটার। রাহুলের ওপেন করা নিয়ে কোনও দ্বিমত নেই। যশস্বী এবং ওর ওপেনিং জুটিই প্রথম টেস্টে আমাদের জিততে সাহায্য করেছে। যেভাবে বিদেশের মাটিতে ও ব্যাট করে তা প্রশংসনীয়। আমি মাঝের দিকে কোথাও একটা নামব। এই সিদ্ধান্ত নিতে খুব একটা সমস্যাই হয়নি। ব্যক্তিগত ভাবে আমার পক্ষে নীচের দিকে খেলা কঠিন। তবে দলের বিচারে এই সিদ্ধান্ত খুবই সহজ ছিল।“

দলের ওপেনিং জুটি নিয়ে মুখ খুললেও, দলের প্রথম একাদশ নিয়ে মুখ খোলেননি রোহিত। কারণ দ্বিতীয় টেস্টে ফিরছেন রোহিত, ফিরছেন শুভমন গিলও। রোহিত বলেন, “ প্রথম টেস্টে আমি ছিলাম না। তাই নিজে গিয়ে অশ্বিন বা জাদেজাকে দলে না রাখার কথা বলতে পারিনি। দল পরিচালন সমিতি যেটা ভাল বুঝেছে সেটাই করেছে। পিচ অনুযায়ীই দল সাজাতে হয়। আমি নিশ্চিত সিরিজের পরের দিকে কোনও না কোনও সময় ওরা ভূমিকা পালন করবে। ভারতকে অতীতে অনেক ভাবে সাহায্য করেছে ওরা। পিচ দেখেই আমরা সিদ্ধান্ত নেব।“

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

ললিপপ সরকার চালাচ্ছে বিজেপি ভোট এলেই এজেন্সির দাপাদাপি, হুঙ্কার ছাড়লেন তৃণমূল সুপ্রিমো

বিজেপি(BJP) কেন্দ্রে ললিপপ(Lollypop) সরকার চালাচ্ছে। কমিশন ও এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে। কিন্তু বাংলা ভয় পায় না। বৃহস্পতিবার মেয়ো...

বিজেপির আছে এজেন্সি-ক্ষমতা আমাদের আছে মমতা: বিজেপিকে কটাক্ষ করে জবাব সায়নীর

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ মঞ্চ থেকে তৃণমূল সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni...

TMCP-র প্রতিষ্ঠা দিবসে বাংলার অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রীর কথা-সুরে গান ইন্দ্রনীলের 

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠান মঞ্চে বাংলা ও বাঙালি অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

আগে মানুষ সরকার বেছে নিত, কেন্দ্রীয় সরকার ভোটার বেছে নিচ্ছে: বিজেপিকে তুলোধনা অভিষেকের

”আগে মানুষ নিজের ভোটাধিকার বলে সরকার বেছে নিত, এখন সরকার নিজেদের স্থায়িত্ব বাড়ানোর জন্য পছন্দ মতো ভোটার বেছে...
Exit mobile version