Thursday, August 21, 2025

মুখ্যমন্ত্রীর পাঠানো উপাচার্যের তালিকায় সায় আচার্যর, ধন্যবাদ শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

উপাচার্য নিয়োগ কে করবেন?‌ এই প্রশ্নে রাজ্যের সঙ্গে রাজ্যপালের দ্বৈরথ অব্যাহত ছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, সুপ্রিম কোর্টে মামলা গড়ায়। সেই মামলায় রাজ্যপালকে কড়া নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। মুখ্যমন্ত্রীর সুপারিশেই উপাচার্য নিয়োগ করতে হবে নির্দেশ দেওয়া হয়েছিল।

সেই নির্দেশ অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঁচ বিশ্ববিদ্যালয়ের জন্য পাঠানো স্থায়ী উপাচার্যদের নামের তালিকায় শেষ পর্যন্ত ছাড়পত্র দিলেন আচার্য সিভি আনন্দ বোস। প্রায় সাত দিন আগে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, রানী রাসমণি গ্রীন বিশ্ববিদ্যালয়, এবং সিধো কানহো বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্যদের নাম পাঠানো হয়। সেই নামেই এবার ছাড়পত্র দিলেন আচার্য। নিজের এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সুপ্রিম কোর্টের তৈরি করে দেওয়া সার্চ কমিটির চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। শিক্ষামন্ত্রী ধন্যবাদ জানান, আচার্যকেও।

সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ আগেই জানিয়েছিলেন, নির্দিষ্ট কমিটি উপাচার্যদের নাম বাছাই করে তালিকা তৈরি করবে। মুখ্যমন্ত্রীর দফতর সেই তালিকা থেকে নাম চূড়ান্ত করে আচার্যের কাছে পাঠাবেন। আর মুখ্যমন্ত্রীর সুপারিশেই উপাচার্যদের নিয়োগ করবেন আচার্য। সেই নির্দেশ অনুযায়ী, মুখ্যমন্ত্রীর পাঠানো তালিকা মেনে নিলেন আচার্য।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...