মায়ের ভুল! মর্মান্তিক মৃত্যু তিন ব্যাঘ্রশাবকের

বেঙ্গল সাফারি পার্কে (Bengal Safari Park) মায়ের ভুলে শাবকের মৃত্যুর ঘটনা এর আগেও ঘটেছে। ২০২৩ সালেও সাদা বাঘ কিকার অসাবধানতায় মৃত্যু

মর্মান্তিক ‘দুর্ঘটনা’ বেঙ্গল সাফারিতে। মায়ের ভুলে মৃত্যু সন্তানের। অসাবধানতাবশত বাঘিনীর কামড়ে মৃত্যু হল রয়্যাল বেঙ্গল টাইগারের (royal bengal tiger) à§© শাবকের। সদ্যজাত à§© শাবকের মৃত্যুতে শোকের ছায়া শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে (Bengal Safari Park)।

গত সপ্তাহেই তিনটি শাবকের জন্ম দিয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার রিকা (Rika)। রিকা নামটি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানা গিয়েছে, সন্তান প্রসবের পর রিকা ও তার ৩ শাবককে নাইট শেল্টারে (night shelter) রাখা হয়েছিল। কিন্তু দু’দিনের মাথায় এই ঘটনা ঘটে। শাবকদের ঘাড়ে কামড় দিয়ে অন্য জায়গায় সরানোর সময় অসাবধানতায় শাবকদের শ্বাসনালী ফুটো হয়ে গিয়েছে। আর সঙ্গে সঙ্গেই মৃত্যু হয়েছে তাদের।

তিনটি রয়্যাল বেঙ্গল শাবকের মৃত্যু পার্ক কর্তৃপক্ষর কাছে উদ্বেগের। তবে বেঙ্গল সাফারি পার্কে (Bengal Safari Park) মায়ের ভুলে শাবকের মৃত্যুর ঘটনা এর আগেও ঘটেছে। ২০২৩ সালেও সাদা বাঘ কিকার অসাবধানতায় মৃত্যু হয়েছিল দুই শাবকের।