Thursday, August 21, 2025

২০২৬ বিধানসভা নির্বাচনের আগে নতুন দল বাংলায়! জল্পনা উসকে দিলেন সেলিম

Date:

সিপিএম (CPM) শূন্যে নেমেছে, কংগ্রেস (Congress) ধুয়ে মুছে সাফ। বাংলায় বিকল্প বিরোধী হয়ে উঠতে পারেনি বিজেপিও (BJP)। এই পরিস্থিতিতে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Salim) রাজ্যে নতুন দলের জল্পনা উসকে দিলেন। একই সঙ্গে স্পষ্ট করে দিলেন বিরোধীদের দৈন্যদশাও। সেলিমের সেই দাবির পাল্টা কটাক্ষ ছুড়ে দিল তৃণমূলও (TMC)। ২০২৬-এর বিধানসভা নির্বাচন (assembly election 2026) যত এগিয়ে আসছে, ততই নিত্য নতুন জল্পনা তৈরি হচ্ছে রাজ্য রাজনীতিতে। রাজনৈতিক মহল জল তৈরি হয়েছে ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে বাংলায় নতুন রাজনৈতিক দল তৈরি নিয়ে। সেই জল্পনা উসকে দিয়েছে সিপিএম রাজ‌্য সম্পাদক মহম্মদ সেলিমের সাম্প্রতিক একটি মন্তব্য। সেলিম (Mohammed Selim) দাবি করেছেন, রাজ্যের নতুন দল আসছে। আর সেই দল তৈরি হবে বিজেপি (BJP) ও তৃণমূল (TMC) ভেঙে। তৃণমূল ও বিজেপির মধ্যে থেকেই আরেকটা দক্ষিণপন্থী দল তৈরি হবে। তৃণমূল ও বিজেপিতে যাঁরা শ্বাস নিতে পারছেন না, তাঁরাই তৈরি করবেন বিকল্প দল। তিনি এমনও জানিয়েছেন, বিকল্প এই দলের নেতৃত্বে থাকবেন একজন শীর্ষস্থানীয় নেতাও। ইতিমধ্যে নির্বাচন কমিশনে নাকি আবেদনও জমা পড়েছে বলে দাবি করেছেন সিপিএম রাজ্য সম্পাদক।

তাঁর এমন ‘আজব’ দাবির পর পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) রাজ‌্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, রাজ্যে সিপিএম দলটা শূন্যে নেমে গিয়েছে। আর উনি রাজ‌্য সম্পাদকের চেয়ার আঁকড়ে বসে কল্পকাহিনি রচনা করছেন। একটার পর একটা ভোটে শোচনীয় পরাজয় হচ্ছে আপনার পার্টির। তাই আগে নিজের দলকে সামলান, তারপর অন‌্য দলের জন্মের খোঁজ নেবেন।

রাজনৈতিক মহল মনে করছে, সিপিএম কৌশলে নতুন দলের তত্ত্ব বাজারে ভাসিয়ে দিচ্ছে। পরিকল্পনা করেই সিপিএম বলছে, ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে যে নতুন দল আসছে, তা বামপন্থী নয়, দক্ষিণপন্থী। সেখানে পরিচিত রাজনৈতিক মুখকে দেখা যেতে পারে নেতৃত্বে।

Related articles

অযোগ্যকে নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া হবে না, চাইলে রাজ্য পরীক্ষা পিছোতে পারে: SSC-কে বলল সুপ্রিম কোর্ট

আপনারা কি নিজেদের পছন্দের অযোগ্য প্রার্থীদের চাকরিতে ঢোকাতে চাইছেন? এটা লজ্জাজনক। ট্রুলি শকিং। আমরা আগেই বলেছি, কোনও ভাবেই...

বিবেকানন্দের শিকাগো বক্তৃতার স্মরণে ফুটবল প্রতিযোগিতার ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

১৮৯৩ সাল, শিকাগোর ধর্মসভায় সকলকে অবাক করে দিয়েছিলেন তিনি। সেই স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) বক্তৃতায় বিদ্যুতের গতির মতো ছড়িয়ে...

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে...

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...
Exit mobile version