আলিপুরের গেস্ট হাউসে মহিলা ব্যাঙ্ক কর্মীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

পুলিশের প্রাথমিক অনুমান বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। ঘটনার প্রকৃত কারণ খুঁজতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

প্রতীকী ছবি

ফের রহস্যনৃত্যু শহরে। খাস কলকাতায় মহিলার রহস্যমৃত্যু ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। রাতভর নিখোঁজ ছিলেন তিনি। আলিপুরের গেস্ট হাউস থেকে ওই মহিলা ব্যাঙ্ক কর্মীর দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন তিনি। তবে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। চেতলা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্রমণা মণ্ডল রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের কর্মী ছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। ঘটনার প্রকৃত কারণ খুঁজতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বেলা ১১টা নাগাদ চেতলার এক হোটেলে আসেন শ্রমণা মণ্ডল নামের সেই ব্যাঙ্ক কর্মী৷ শনিবার বেলা ১১টা নাগাদ হোটেল চেক আউটের সময় তার কোনও সাড়া পাওয়া যায়নি। তখন হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানালে পুলিশ এসে মহিলার দেহ উদ্ধার করে৷জানা গিয়েছে, শ্রমণার বাড়ি কসবায়৷ মূলত পোকা মরার বিষ খেয়েছেন বলেই দাবি হোটেল ম্যানেজার সোমনাথ শাসমলের৷পুলিশ তদন্ত করছে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.