Sunday, November 9, 2025

বিসিসিআই পেল নতুন সচিব , জয় শাহ’র ছেড়ে যাওয়া জায়গায় এলেন এলেন এই ক্রিকেট কর্তা

Date:

অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ড পেল নতুন সচিব। বিসিসিআই-এর নতুন সচিব হলেন দেবজিৎ সাইকিয়াই। এর আগে বোর্ড সচিব ছিলেন জয় শাহ। তবে এখন নতুন দায়িত্ব পেয়েছেন জয় শাহ। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির চেয়ারম্যান হয়েছে তিনি। তাই এতদিন ফাঁকা ছিল বিসিসিআই-এর সচিব বোর্ডের পদ। সেই পদেই বসলেন দেবজিৎ সাইকিয়াই। বিসিসিআই সভাপতি রজার বিনি তাঁর সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে বোর্ডের ভারপ্রাপ্ত সচিব হিসাবে দেবজিৎকে নিয়োগ করেছেন। আসমের ক্রিকেট কর্তা ছিলেন দেবজিত।

জানা যাচ্ছে, সংবিধানের সাতের এক (ডি) ধারা ব্যবহার করে দেবজিৎ সাইকিয়াইকে সচিব হিসাবে কাজ চালানোর ক্ষমতা দিয়েছেন বোর্ড সভাপতি রজার বিনি। দীর্ঘদিন ধরে ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত দেবজিৎ সাইকিয়াই। বোর্ডের বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের সেপ্টেম্বরে। তার পর হবে আবার নির্বাচন। সেই পর্যন্ত সচিবের দায়িত্ব পালন করবেন দেবজিৎ। উল্লেখ্য, ২০২২ সালে বোর্ডের যে নতুন সংবিধান তৈরি হয়েছে, তাতে সচিবকেই প্রায় যাবতীয় ক্ষমতা দেওয়া হয়েছে।

দেবজিৎকে বোর্ডের সচিব হিসাবে নিয়োগ করে বোর্ড সভাপতি রজার বিনি বলেন, “বোর্ড স্থায়ী সচিব না পাওয়া পর্যন্ত দেবজিৎ কাজ চালাবেন। দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন দেবজিৎ। ”

জানা যাচ্ছে, দেবজিৎ সাইকিয়াই ছাড়াও , বোর্ড সচিব হওয়ার দৌড়ে ছিলেন গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অনিল প্যাটেলও। তবে শেষমেশ জয় শাহ-এর ছেড়ে যাওয়া পদের জন্য বেছে নেওয়া হয় দেবজিৎ সাইকিয়াইকে।

আরও পড়ুন- বর্ডার-গাভাস্কর ট্রফি, দিন-রাতের টেস্টে দাপুটে জয় অজিদের, ১০ উইকেটে হারল টিম ইন্ডিয়া


Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version