হাসপাতালে ভর্তি বর্ষীয়ান বলিউড পরিচালক সুভাষ ঘাই (Subhash Ghai)। সূত্রের খবর শ্বাসকষ্ট জনিত সমস্যা গুরুতর হওয়ায় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালের (Lilavati Hospital And Research Centre) আইসিইউতে ভর্তি করা হয়েছে তাঁকে। পরিচালকের চিকিৎসায় একটি বিশেষ টিম গঠন করা হয়েছে বলে জানা গেছে।

‘পরদেশ’ পরিচালকের পরিবার সূত্রে জানা যায় বেশ কিছুদিন ধরেই তিনি শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাস-প্রশ্বাসের সমস্যার পাশাপাশি তিনি শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হওয়ার কারণে সারাক্ষণ একটা আচ্ছন্ন ভাব তাঁর মধ্যে লক্ষ্য করা গেছে। এতে বেশ কিছুটা ভয় পেয়ে পরিবারের লোকেরা বুধবার তাঁকে হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের তরফ থেকে বিশিষ্ট নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও পালমোনোলজিস্ট পরিচালককে দেখছেন। আগের থেকে অবস্থার সামান্য উন্নতি হয়েছে বলে খবর। সব রিপোর্ট ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের শুরুর দিকেই সুভাষকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হতে পারে।
