Sunday, November 9, 2025

বাংলাদেশ নিয়ে কেন্দ্রের হস্তক্ষেপের জোর সওয়াল, শহরের পথে দুই সংগঠন

Date:

প্রতিবেশী দেশে অশান্তিতে বারবার হিংসার শিকার সংখ্যালঘু মানুষ। এই পরিস্থিতিতে শুধুমাত্র বিবৃতি প্রকাশ করেই চুপ কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার। কেন্দ্রের হস্তক্ষেপের জোর সওয়াল করে এবার পথে নামল শহরের দুই সংগঠন নগেন্দ্র মঠ ও মিশন এবং বাংলা সিটিজেনস ফোরাম। রাজ্যপালের (Governor) মাধ্যমে নিজেদের দাবি কেন্দ্রের কাছে জানাবেন তাঁরা।

প্রতিদিন উত্তরোত্তর বাংলাদেশে বাড়ছে সংখ্যালঘুদের উপর অত্যাচার। সেইসঙ্গে লাগাতার ভারত বিরোধী কথাবার্তা। প্রতিবাদে রবিবার পথে নামে নগেন্দ্র মঠ ও মিশন এবং বাংলা সিটিজেনস ফোরাম। তাঁদের দাবি, মণিপুরের (Manipur) সময় যেভাবে চুপ করে থেকেছে কেন্দ্র সরকার বাংলাদেশের ঘটনাতেও সেভাবেই নীরবতা বজায় রাখা হচ্ছে।

বাংলাদেশে অশান্তি হলে তার প্রভাব সব থেকে বেশি পড়বে বাংলায়। কারণ বাংলাই বাংলাদেশের সঙ্গে সীমানা (international border) ভাগ করে নেয়, সুকিয়া স্ট্রিটের (Sukia St.) মিছিল থেকে দাবি দুই সংগঠনের। রাজ্য সরকার যেখানে সবরকম সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সেখানে কেন্দ্রীয় সরকার কেন পদক্ষেপ নিচ্ছে না প্রশ্ন তোলেন তাঁরা।

ইতিমধ্যেই বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং লোকসভায় দলনেতা সুদীপ বন্দোপাধ্যায় কেন্দ্রের অবস্থান স্পষ্ট করার দাবি করেন। এবার শহরের দুই সংগঠনের দাবি নিয়ে রাজ্যপালের কাছে যাওয়ার বার্তা দেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি জানান এই দুই সংগঠন রাজ্যপালের কাছে তাঁদের দাবি জানাবেন। এবং আবেদন করবেন রাজ্যপাল যেন সেই দাবি কেন্দ্রের কাছে পৌঁছে দেন।

Related articles

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...

১১ বলেই অর্ধশতরান! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী(Asis Kumar Chowdhury)। মোট...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...
Exit mobile version