Wednesday, May 7, 2025

প্রতিবেশী দেশে অশান্তিতে বারবার হিংসার শিকার সংখ্যালঘু মানুষ। এই পরিস্থিতিতে শুধুমাত্র বিবৃতি প্রকাশ করেই চুপ কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার। কেন্দ্রের হস্তক্ষেপের জোর সওয়াল করে এবার পথে নামল শহরের দুই সংগঠন নগেন্দ্র মঠ ও মিশন এবং বাংলা সিটিজেনস ফোরাম। রাজ্যপালের (Governor) মাধ্যমে নিজেদের দাবি কেন্দ্রের কাছে জানাবেন তাঁরা।

প্রতিদিন উত্তরোত্তর বাংলাদেশে বাড়ছে সংখ্যালঘুদের উপর অত্যাচার। সেইসঙ্গে লাগাতার ভারত বিরোধী কথাবার্তা। প্রতিবাদে রবিবার পথে নামে নগেন্দ্র মঠ ও মিশন এবং বাংলা সিটিজেনস ফোরাম। তাঁদের দাবি, মণিপুরের (Manipur) সময় যেভাবে চুপ করে থেকেছে কেন্দ্র সরকার বাংলাদেশের ঘটনাতেও সেভাবেই নীরবতা বজায় রাখা হচ্ছে।

বাংলাদেশে অশান্তি হলে তার প্রভাব সব থেকে বেশি পড়বে বাংলায়। কারণ বাংলাই বাংলাদেশের সঙ্গে সীমানা (international border) ভাগ করে নেয়, সুকিয়া স্ট্রিটের (Sukia St.) মিছিল থেকে দাবি দুই সংগঠনের। রাজ্য সরকার যেখানে সবরকম সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সেখানে কেন্দ্রীয় সরকার কেন পদক্ষেপ নিচ্ছে না প্রশ্ন তোলেন তাঁরা।

ইতিমধ্যেই বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং লোকসভায় দলনেতা সুদীপ বন্দোপাধ্যায় কেন্দ্রের অবস্থান স্পষ্ট করার দাবি করেন। এবার শহরের দুই সংগঠনের দাবি নিয়ে রাজ্যপালের কাছে যাওয়ার বার্তা দেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি জানান এই দুই সংগঠন রাজ্যপালের কাছে তাঁদের দাবি জানাবেন। এবং আবেদন করবেন রাজ্যপাল যেন সেই দাবি কেন্দ্রের কাছে পৌঁছে দেন।

Related articles

উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯০.৭৯ শতাংশ, এগিয়ে ছাত্ররা! শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর 

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Result 2025) ফল প্রকাশিত হল। চলতি বছর পাশের হার ৯০.৭৯ শতাংশ। সোশ্যাল...

যুদ্ধ নয়, লক্ষ্য স্থির করে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার তথ্য পেশ দুই মহিলা সেনাকর্তার

কেন পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হামলা তা নিয়ে কোনও ব্যাখ্যারই প্রয়োজন নেই। কিন্তু যারা প্রশ্ন তুলছেন হামলার ধরণ নিয়ে...

SSC নিয়ে আদালত অবমাননার মামলা গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট

২৬ হাজার চাকরি বাতিল মামলায় চাকরিহারাদের বেতন ফেরানোর সুপ্রিম নির্দেশ কার্যকরী হচ্ছে না অভিযোগ করে আদালত অবমাননার মামলা...

পহেলগামের জঙ্গি হামলার জবাব দিল ভারত, জয় ইন্ডিয়া! বললেন মুখ্যমন্ত্রী 

পহেলগামের জঙ্গি হামলার বদলা নিল ভারতীয় সেনা (Indian Army)। অপারেশন সিঁন্দুরের (Operation Sindoor) মাধ্যমে প্রায় ৯০ জঙ্গিকে মারল...
Exit mobile version